Advertisement
Advertisement

Breaking News

খাবার না নেওয়ায় তরুণীকে কুপ্রস্তাব ডেলিভারি বয়ের

গত ৮ জুলাই অনলাইন ওয়েবসাইট ফুডপাণ্ডায় ম্যাকডোনাল্ডস থেকে খাবার অর্ডার দিয়েছিলেন সেই তরুণী৷ সময় মতো তাঁর কাছে খাবার নিয়ে পৌঁছেও গিয়েছিল ডেলিভারি বয়৷ কিন্তু ডেলিভারি বয় শ্রেয়সের নজর সুবিধের মনে হয়নি তাঁর৷

Delivery boy seeks sex from customer after order dispute
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 9:07 pm
  • Updated:July 12, 2016 9:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেলিভারি বয়ের থেকে খাবার নিতে অস্বীকার করায় চরম ভোগান্তির শিকার হলেন বেঙ্গালুরুর জে পি নগরের এক তরুণী৷

গত ৮ জুলাই অনলাইন ওয়েবসাইট ফুডপাণ্ডায় ম্যাকডোনাল্ডস থেকে খাবার অর্ডার দিয়েছিলেন সেই তরুণী৷ সময় মতো তাঁর কাছে খাবার নিয়ে পৌঁছেও গিয়েছিল ডেলিভারি বয়৷ কিন্তু ডেলিভারি বয় শ্রেয়সের নজর সুবিধের মনে হয়নি তাঁর৷ কোনও এক কারণে খাবার নিতে চাননি তরুণী৷ এমনকী খাবারের দাম দিতেও অস্বীকার করেন৷ আর তাতেই রেগে যায় শ্রেয়স৷ তরুণীকে ‘উচিত শিক্ষা’ দিতে ফন্দি আঁটে সে৷ আধ ঘণ্টা পর তরুণীকে ফোন করে যৌনমিলনের প্রস্তাব দেয় সে৷ ডেলিভারি বয়ের কথায় চরম বিরক্ত হয়ে তাকে ধমক দিয়ে ফোন কেটে দেন তরুণী৷ এখানেই হাল ছাড়েনি যুবক৷ মনে মনে আরও বড়সড় ছক কষে ফেলে৷ এবার সে যা করল তাতে রীতিমতো রাতের ঘুম উড়ে গেল তরুণীর৷

Advertisement

যৌনকর্মী হিসেবে পরিচয় দিয়ে তরুণীর নম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয় সে৷ তারপরই তার কাছে একের পর এক অচেনা নম্বর থেকে ফোন আসতে শুরু করে৷ ফোনের ওপার থেকে উৎসুক অচেনা কন্ঠগুলো জানতে চায়, যৌনকর্মী হিসেবে তিনি কত টাকা চার্জ করেন! বিরক্ত ও হতভম্ব হয়ে জে পি নগর থানায় যান তরুণী৷ গোটা ঘটনা পুলিশকে জানান৷ তাঁর অভিযোগের ভিত্তিতে ২০ বছরের শ্রেয়সকে গ্রেফতার করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার দোষ স্বীকার করে সে৷ শ্রেয়স জানায়, তরুণী খাবার নিতে অস্বীকার করে৷ দামও দেয়নি৷ তবে খাবার ফেরত না নিয়ে তা তরুণীর বাড়ির দরজাতেই রেখে আসে সে৷ এবং তখনই ঠিক করে তাঁকে ‘উচিত শিক্ষা’ দেবে৷

ডেপুটি কমিশনার অফ পুলিশ এসডি শরনাপ্পা জানিয়েছেন, যেসব নম্বর থেকে তরুণীর কাছে ফোন এসেছিল, তাদের খোঁজ করছে পুলিশ৷ শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে জানানো হয়েছে৷ তবে তরুণী ঠিক কী কারণে খাবার নিতে চাননি, তা এখনও পর্যন্ত জানা যায়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement