সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন সেখানে শ্বাসপ্রশ্বাস নেওয়া আর দৈনিক ২৫ থেকে ৩০টি সিগারেট খাওয়া সমান। এমনই চাঞ্চল্যকর দাবি করছেন ফুসফুস বিশেষজ্ঞরা। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক রিপোর্ট বলছে দিল্লির দূষণ থাবা বসিয়েছে সেখানকার বাসিন্দাদের আয়ুতেও। একধাক্কায় যা কমতে পারে ৭ থেকে ৮ বছর! রাজধানীর দূষণের চেহারাটা কতটা ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে তাই যেন প্রমাণ করে দিচ্ছে এই সব রিপোর্ট ও দাবি।
প্রসঙ্গত, মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে রাজধানীর বাতাসের গুণমান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টার সময়ে দিল্লির আনন্দ বিহারে বাতাসের AQI পৌঁছে গিয়েছিল ৪৪১ পর্যন্ত। গত তিনদিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, গোটা তাজমহল ‘ভ্যানিশ’ হয়ে গিয়েছে পি সি সরকারের (জুনিয়র) ম্যাজিক ছাড়াই। পরিবেশবিদরা বলছেন, এখনই এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার উপায় নেই। অন্তত ৬ দিন একই ছবি দেখা যাবে দিল্লিতে। এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে দিল্লির সমস্ত প্রাথমিক স্কুল। গত দুদিন ধরে ব্যাহত হয়েছে বিমান চলাচলও।
এমতাবস্থায় বায়ুদূষণের কুপ্রভাব নিয়ে মুখ খুলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, এই ধরনের বাতাসে শ্বাস নেওয়ার ফল হতে পারে ফুসফুসের ক্যানসার! মার্কিন এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে বলা হয়েছে ফুসফুসের ক্যানসারের আশঙ্কা ৩০ থেকে ৫০ শতাংশ বেড়ে যায় এই পরিবেশে। কেবল ফুসফুসের ক্যানসারই নয়, মাথা কিংবা গলার ক্যানসারও হতে পারে এমন বায়ুদূষণে।
প্রসঙ্গত, দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়েছে তা নয়। গত মাসের শেষেই দেখা যায় শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে। ফলে বাড়ছে নানা আশঙ্কা। যা সাম্প্রতিক রিপোর্টে আরও স্পষ্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.