সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাজারে ফের রাজধানীতে ডামাডোল। দিল্লি মহিলা কমিশনের (Delhi Women Commission) ২২৩ জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা (VK Saxena)। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই কর্মীদের বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় মূল অভিযুক্ত কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal)৷ গভর্নরের এই কড়া নির্দেশিকায় চাপ বাড়ল আপের (APP)।
223 employees from the Delhi Women Commission have been removed with immediate effect on the order of Lieutenant Governor VK Saxena. It is alleged that the then chairperson of the Delhi Women Commission, Swati Maliwal, had appointed them without permission, going against the… pic.twitter.com/wMZmaTuX9l
— ANI (@ANI) May 2, 2024
স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন। চলতি বছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে। এরপর স্বাতী কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়ম না মেনে ২২৩ জনকে নিয়োগ করেছিলেন তিনি। এদিন রাজ্যপালের নির্দেশিকা জারি করেন মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের অতিরিক্ত পরিচালক। সেখানে উল্লেখ করা হয়েছে, ডিসিডাব্লু অ্যাক্টে ৪০টি পদের অনুমোদন ছিল। বাকিদের অনুমোদন ছাড়াই নিয়োগ করা হয়েছিল। সেই কারণেই তাঁদের ছেঁটে ফেলা হল।
রাজনীতিতে যোগ দেওয়ার আগে অবধি নয় বছর ধরে দিল্লি কমিশন ফর উইমেনের প্রধান ছিলেন স্বাতী মালিওয়াল। প্যানেলের চেয়ারপার্সনের পদটি বর্তমানে শূন্য় রয়েছে। এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, স্বাতীকে বারবার বলা হয়েছিল যে নিয়োগের বিষয়ে অর্থ বিভাগের অনুমোদন নিত হবে। সেই অনুমতি ছাড়াই ২২৩ জনকে দিল্লি মহিলা কমিশনে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.