Advertisement
Advertisement

পণের টাকা জোগাড় করতে কিডনি বিক্রির চেষ্টা তরুণীর

বাবা-মায়ের সঙ্গে ওই তরুণীকে বিহারে ফেরত পাঠানো হয়েছে।

Delhi: Woman tries to sell kidney to meet lover’s demand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2017 11:57 am
  • Updated:October 20, 2017 3:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রেম বোধহয় একেই বলে! লক্ষাধিক টাকা পণ চাওয়ায় প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছিল মহিলা কমিশনের এক সদস্য। কিন্তু, অভিযোগ জানানো তো দূর অস্ত, প্রেমিককে টাকা দেওয়ার জন্য দিল্লির একটি হাসপাতালে গিয়ে কিডনি বিক্রি করার চেষ্টা করলেন বিহারের ২১ বছরের এক তরুণী। কিন্তু, শেষরক্ষা হয়নি। পুলিশে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই তরুণীর সঙ্গে কথা বলার পর, বিহার থেকে তাঁর বাবা-মাকে দিল্লি আসতে বলে পুলিশ। বাবা-মায়ের সঙ্গে ওই তরুণীকে বিহারে ফেরত পাঠানো হয়েছে।

[সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়া ইসলাম বিরোধী, জারি ফতোয়া]

Advertisement

জানা গিয়েছে, আগেও একবার বিয়ে হয়েছিল ওই তরুণীর। কিন্তু, সেই বিয়ে টেকেনি। বিবাহ-বিচ্ছেদের পর, বাপের বাড়িতে থাকতেন ওই তরুণী। প্রতিবেশি এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক হয়। কিন্তু, তরুণীর সঙ্গে প্রতিবেশি যুবকের প্রেম মেনে নেয়নি বাড়ির লোকেরা। ওই তরুণী দিল্লি পুলিশকে জানিয়েছেন, তার প্রেমিক কর্মসূত্রে উত্তরপ্রদেশের মোরাদাবাদে থাকেন। বাড়ির অমতে প্রেমিককে বিয়ে করার জন্য মোরাদাবাদে চলে যান তিনি। ওই তরুণীকে বিয়ে করতে রাজিও হয়ে যান প্রতিবেশি যুবকটি। তবে তিনি শর্ত দেন, এক লক্ষ আট হাজার টাকা দিলে, তবে বিয়ে হবে। প্রেমিকের এই শর্তের কথা মহিলা কমিশনের এক সদস্যকে জানিয়েছিলেন ওই তরুণী। তিনি থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। কিন্তু, প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চাননি ওই তরুণী। তাই টাকা জোগাড়ের জন্য কিডনি বিক্রি করতে দিল্লির একটি সরকারি হাসপাতালে গিয়েছিলেন ওই তরুণী। কিন্তু, সন্দেহ হওয়ার পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। দিল্লির পুলিশের আধিকারিকরা ওই তরুণীর সঙ্গে কথা বলার পরই গোটা ঘটনাটি জানা যায়। মা-বাবকে দিল্লিতে ডেকে পাঠায় পুলিশ। তাঁদের সঙ্গে বিহারে ফিরে গিয়েছেন ওই তরুণী। এদিকে, এই ঘটনায় ইতিমধ্যেই বিহারের মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি পুলিশ। কমিশনের সদস্যদের গোটা ঘটনাটি জানানো হয়েছে।

[বাবরির পরিণতি হতে পারে তাজমহলেরও, বাড়ছে আশঙ্কা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement