Advertisement
Advertisement
Delhi murder

প্রেমে ‘কাঁটা’ প্রেমিকের ১১ বছরের ছেলে, খুন করে বক্স খাটে লুকিয়ে রাখল তরুণী!

দিল্লিতে ফের হাড়হিম হত্যাকাণ্ড।

Delhi woman allegedly kills boyfriend's 11-year-old son, stuffs body in box-bed। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 16, 2023 9:20 am
  • Updated:August 16, 2023 9:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে ‘কাঁটা’ হয়ে দাঁড়াচ্ছে প্রেমিকের নাবালক সন্তান। তাই তাকে খুন (Murder) করে বক্স খাটের ভিতরে ঢুকিয়ে রাখল ২৪ বছরের এক তরুণী! এমনই মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হল দিল্লি (Delhi)। ইতিমধ্যেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করেছেন অভিযুক্তকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, তরুণী নিজের অপরাধ কবুলও করেছে।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, অভিযুক্ত পূজার সঙ্গে সম্পর্ক ছিল পশ্চিম দিল্লির রানহোলার বাসিন্দা জিতেন্দরের। জিতেন্দর বিবাহিত। কিন্তু তাঁর স্ত্রী তাঁকে ডিভোর্স দিতে রাজি হচ্ছিলেন না। শুরুতে জিতেন্দর পূজাকে বোঝান, ডিভোর্স পেয়ে গেলেই তিনি বিয়ে করবেন পূজাকে। কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে তিনি জানিয়ে দেন, তাঁর পক্ষে ডিভোর্স করে স্ত্রী-পুত্রকে ছেড়ে থাকা সম্ভব নয়। তদন্তকারীদের দাবি, সেই সময় থেকেই পূজার মাথায় জিতেন্দরের ১১ বছরের ছেলেকে খুনের মতলব ঘুরতে থাকে। কারণ তার ধারণা ছিল, ছেলের জন্যই স্ত্রীকে ছাড়তে পারছেন না জিতেন্দর।

Advertisement

[আরও পড়ুন: কোন্নগরের ভূমিপুত্র ছিলেন ঋষি অরবিন্দ, জন্মদিনে ঘুরে দেখা ‘অরবিন্দ ভবনে’র আর্কাইভ]

আর তাই গত ১০ আগস্ট যখন ওই ছেলেটি তার বিছানায় ঘুমোচ্ছিল, সেখানে উপস্থিত হয়ে তার গলায় ফাঁস লাগিয়ে খুন করে পূজা। তারপর দেহটি বক্স খাটের ভিতরে লুকিয়ে পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে ৩০০টি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে পূজার অবস্থান শনাক্ত করে। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নিজের অপরাধ কবুল করেছে পূজা। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

[আরও পড়ুন: ভাঙড়ে নওশাদকে পতাকা তুলতে বাধা তৃণমূলের! পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement