সোমনাথ রায়, নয়াদিল্লি: দিল্লির জলসংকট মেটাতে আসরে সুপ্রিম কোর্ট। ৫ জুনের মধ্যে যমুনা রিভার বোর্ডের বৈঠক ডেকে দিল্লিবাসীর জল সংকটের সুরাহা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই বৈঠকে কী সিদ্ধান্ত হচ্ছে, সুপ্রিম কোর্টকে জানাতে হবে ৬ জুনের মধ্যে।
প্রবল গরমে রাজধানীর পরিস্থিতি চরম আকার নিয়েছে। গরমে নাজেহাল অবস্থা আমজনতার। স্বাভাবিকভাবেই বাড়ছে জলের চাহিদা। এই পরিস্থিতিতে শুক্রবার শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয় দিল্লির সরকার। আবেদন জানানো হয়, রাজধানীর জলের সংকট মেটানো সকলের দায়িত্ব। ফলে অন্তত এক মাসের জন্য দিল্লিকে বাড়তি জল সরবরাহের নির্দেশ দেওয়া হয়, হরিয়ানা, উত্তরপ্রদেশ ওবং হিমাচল প্রদেশ সরকারকে।
সূত্রের খবর, কংগ্রেস (Congress) শাসিত হিমাচল প্রদেশ দিল্লিকে বাড়তি দিতে রাজি হয়েছে। কিন্তু বিজেপি শাসিত হরিয়ানা এবং উত্তরপ্রদেশের তরফে এখনও কোনও সদুত্তর মেলেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দিল্লি সরকার। সোমবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি হয় সেই মামলার। সেখানেই কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, দ্রুত যমুনা জল বোর্ডের বৈঠক ডেকে দিল্লিবাসীর জলকষ্টের সুরাহা করতে হবে। ৬ জুন সুপ্রিম কোর্টের বেঞ্চে সেই বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেওয়া হল, সেটা জানাতে হবে।
এদিনের শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) কোর্টকে জানান, দিল্লির মানুষের মাথা পিছু জলের ব্যবহারের সীমা জলশক্তি মন্ত্রকের তরফে বেঁধে দেওয়া হয়েছে। প্রতি নাগরিক ১৩৫ লিটার জল ব্যবহারের নির্দেশ দেওয়া রয়েছে। জলের অপচয় হচ্ছে বলেও উল্লেখ করেছেন সলিসিটর জেনারেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.