সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই-আহমেদাবাদের পর দেশের দ্বিতীয় বুলেট ট্রেনটি চলবে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত। ৭৮২ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হাই স্পিড ট্রেনটি সময় নেবে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট। এর জন্য খরচ হবে আনুমানিক ৪৩ হাজার কোটি টাকা।
রাজধানী নয়াদিল্লির সঙ্গে পবিত্র শহর বারাণসীকে যুক্ত করবে এই বুলেট ট্রেন। ভবিষ্যতে কলকাতা-দিল্লি হাই স্পিড করিডর তৈরির উপরেও গুরুত্ব দেবে হাই স্পিড রেল কর্পোরেশন ও সহায়ক জাপানি সংস্থাটি। ২০১৭-য় উত্তরপ্রদেশে ভোটের আগে লখনউকেও গুরুত্ব দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে, দিল্লি থেকে লখনউগামী বুলেট ট্রেনটি ৫০৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ১ ঘণ্টা ৪৫ মিনিট ও দিল্লি থেকে কলকাতাগামী হাই স্পিড ট্রেনটি ১৫১৩ কিলোমিটার পাড়ি দিতে ৪ ঘণ্টা ৫৬ মিনিট সময় নেবে। দিল্লি-কলকাতা করিডর তৈরিতে আনুমানিক খরচ হবে ৮৪ হাজার কোটি টাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.