সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাশ্বেতা দেবীর লেখা সিলেবাস থেকে বাদ দেওয়ার পর এবার আরও এক বিতর্কিত সিদ্ধান্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University)। এবার বিনায়ক দামোদর সাভারকরের নামে কলেজ খোলার প্রস্তাবে ছাড়পত্র দিয়ে দিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এর পাশাপাশি একাধিক প্রয়াত বিজেপি (BJP) নেতার নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
DU সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন দুটি কলেজ খোলা হবে। যার একটির নাম হবে বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের (VD Savarkar) নামে। আর একটির নাম হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে। এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ (Sushma Swaraj) এবং অরুণ জেটলির নামেও বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনের নামকরণ হয়েছে। এছাড়াও দিল্লির প্রথম মুখ্যমন্ত্রী চৌধুরী ব্রহ্মপ্রকাশ, দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এবং দলিত নেতা জ্যোতিবা বাই ফুলের নামেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নাম দেওয়া হবে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পি সি যোশী জানিয়েছেন,”প্রত্যেকের নামই ঠিক হয়েছে সমাজে তাঁদের অবদানের কথা মাথায় রেখে। সঠিক পদ্ধতি মেনেই এই এই নামগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।” দুটি কলেজের পাশাপাশি চারটি নতুন সংবর্ধনা ভবনও তৈরি হবে। এর মধ্যে দুটি হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বাকি দুটি বাইরে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই মহাশ্বেতা দেবীর লেখা বাদ দেওয়া হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সিলেবাস থেকে। যা নিয়ে ঘনিয়েও জোর বিতর্ক সৃষ্টি হয়। এতদিন দিল্লি ইউনিভার্সিটির ইংরেজির পাঠক্রমে পড়ানো হত মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) ছোটগল্প ‘দ্রৌপদী’। যেখানে উঠে এসেছিল এক দলিত, প্রান্তিক মহিলার জীবন। অভিযোগ যে, রাতারাতি এক কমিটির সুপারিশে গল্পটিকে বাদ দেওয়া হয়েছে। যদিও তার সপক্ষে তেমন কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি যা যুক্তিসঙ্গত। এমনকী এর বিকল্প হিসেবে মহাশ্বেতা দেবীর অন্য কোনও গল্প রাখারও কোনও প্রস্তাব নেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.