Advertisement
Advertisement

Breaking News

Delhi

৬০ বার কোপ, খুনের পর দেহের উপর নাচ! ১৬ বছরের কিশোরের তাণ্ডবে কাঁপছে দিল্লি

সাড়ে তিনশো টাকার জন্য নৃশংস হত্যা।

Delhi Teen Stabs 60 Times, Dances after Brutal Murder | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 23, 2023 12:32 pm
  • Updated:November 23, 2023 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের হাড় হিম করা হত্যার সাক্ষী রাজধানী দিল্লি (Delhi)। যুবককে ধারাল ছুরিতে ৬০ বার কুপিয়ে খুন, ৩৫০ টাকা ডাকাতির অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভয়ংকর ওই হত্যাদৃশ্য। সেখানে দেখা গিয়েছে, যুবকের রক্তাক্ত দেহের উপর দাঁড়িয়ে ছুরি হাতে নাচছে অভিযুক্ত। ভিডিও দেখে শিউরে ওঠে নেটিজেন। হতবাক পুলিশও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে উত্তর-পূর্ব দিল্লির একটি নির্জন রাস্তায় নৃশংস খুনের ঘটনাটি ঘটেছে। নিহত ও হত্যাকারী পূর্ব পরিচিত নয়। ডাকাতির উদ্দেশ্যেই আলো-আঁধারি গলিতে বছর আঠারোর যুবকের উপর আচমকা হামলা চালায় অভিযুক্ত। মোট ৬০ বার ধারাল ছুরি দিয়ে কোপানো হয় যুবককে। মৃত্যু নিশ্চিত করতে যুবকের গলায় একের পর এক কোপ দিতে থাকে কিশোর। এর পরেই দেখা যায় সেই ভয়ংকর দৃশ্য, রক্তাক্ত যুবকের মৃতদেহের উপর দাঁড়িয়ে নাচতে শুরু করে কিশোর।

Advertisement

 

[আরও পড়ুন: যুদ্ধ থামলেও ফেরা হবে না ‘বাড়ি’, পণবন্দি হয়েই মৃত্যু ইজরায়েলি বৃদ্ধার]

ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় সে জানিয়েছে, ৩৫০ টাকা ডাকাতি করেছিল। যেহেতু ওই টাকাই ছিল নিহতের কাছে। মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

[আরও পড়ুন: ‘উড়ান আটকে দেব’, ফের খলিস্তানি ‘জঙ্গি’ পান্নুনের নিশানায় এয়ার ইন্ডিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement