Advertisement
Advertisement
Gautam Gambhir

বাড়ির সামনে থেকে উধাও গৌতম গম্ভীরের বাবার গাড়ি, প্রশ্নের মুখে দিল্লির নিরাপত্তা

শাসকদলের সাংসদের সঙ্গে এরকম হলে সাধারণ মানুষের কী হবে? প্রশ্ন বিরোধীদের।

SUV belonging to Gautam Gambhir's father stolen from outside his home

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:May 29, 2020 4:41 pm
  • Updated:May 29, 2020 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। এর মধ্যেই বাড়ির বাইরে থেকে চুরি গেল পূর্ব দিল্লির বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের বাবার গাড়ি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে এখনও পর্যন্ত গাড়িটি উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার হয়নি কেউ। এই খবর জানাজানি হওয়ার পরেই ফের দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, খোদ রাজধানীর বুকেই যখন শাসকদলের সাংসদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য দিল্লির রাজেন্দ্র নগরের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকেন গৌতম গম্ভীর। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ির বাইরে টোয়াটা ফরচুনার গাড়িটি রেখেছিলেন গৌতম গম্ভীরের বাবা দীপক গম্ভীর। কিন্তু, শুক্রবার সকালে গাড়ি বের করতে গিয়ে সেটি তিনি আর দেখতে পাননি। এরপরই স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে বেশ কয়েকটি ছোট দল গঠন করে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী, টুইট করে দুঃসংবাদ দিলেন পুত্র ]

এপ্রসঙ্গে মধ্য দিল্লির সহকারী পুলিশ কমিশনার সঞ্জয় ভাটিয়া বলেন, ‘একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তও চলছে। ওই এলাকায় থাকা সিসিটিভিগুলির ফুটেজ দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

[আরও পড়ুন: ‘চিনের ভাষাতেই ওদের জবাব দিন’, ড্রাগনের ষড়যন্ত্র নিয়ে সরব সোনম ওয়াংচুক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement