ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্ক পিছু ছাড়ছে না। ইন্ডিগোর পর এবার শ্রীনগরগামী ভিস্তারা বিমানে (Vistara Flight) বোমাতঙ্ক। মাঝ আকাশেই খবর এল বিমানে রয়েছে বোমা। জরুরি ভিত্তিতে শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর সব যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
শুক্রবার দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল ভিস্তারার (Vistara) ইউকে-৬১১ বিমানটি। ১৭৮ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণ পর শ্রীনগরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) একটি হুমকি ফোন আসে। যেখানে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে এটিসি থেকে যোগাযোগ করা হয় সন্দেহজনক ওই বিমানের পাইলটের সঙ্গে। পাশাপাশি বিমানটির অবতরণে যাতে কোনও সমস্যা না হয়, এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্রীনগর বিমানবন্দর (Srinagar Airport) পুরো খালি করে দেওয়া হয়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। সকল যাত্রীকে দ্রুত বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও বিমানে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
এই ঘটনার বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানে বোমা থাকার উড়ো ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ওই বিমানের সঙ্গে যোগাযোগ করি। পাশাপাশি বিমানবন্দরে ফাঁকা করে জরুরি অবতরণ করানো হয়। যদিও ওই বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। কে এই ফোন করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।’
উল্লেখ্য, গত মঙ্গলবার প্রায় একই রকম হুমকি বার্তা আসে দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানে। উড়ানের ঠিক আগে রানওয়েতে বিমানের শৌচাগারে একটি কাগজের টুকরো পান পাইলট। যেখানে লেখা ছিল, ‘BOMB BLAST @30 MINUTES’। এমন বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন পাইলট। খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তাবাহিনী। বিমানের এমারজেন্সি দরজা খুলে নামানো হয় যাত্রীদের। যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.