Advertisement
Advertisement

Breaking News

Vistara Flight

মাঝ আকাশেই বোমাতঙ্ক! শ্রীনগরে অবতরণের পর দ্রুত খালি করা হল বিমান

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খালি করে দেওয়া হয় শ্রীনগর বিমানবন্দর।

Delhi-Srinagar Vistara flight carrying 178 passengers receives bomb threat

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:May 31, 2024 7:24 pm
  • Updated:June 1, 2024 11:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোমাতঙ্ক পিছু ছাড়ছে না। ইন্ডিগোর পর এবার শ্রীনগরগামী ভিস্তারা বিমানে (Vistara Flight) বোমাতঙ্ক। মাঝ আকাশেই খবর এল বিমানে রয়েছে বোমা। জরুরি ভিত্তিতে শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর সব যাত্রীকে তড়িঘড়ি নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

শুক্রবার দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল ভিস্তারার (Vistara) ইউকে-৬১১ বিমানটি। ১৭৮ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণ পর শ্রীনগরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) একটি হুমকি ফোন আসে। যেখানে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। সঙ্গে সঙ্গে এটিসি থেকে যোগাযোগ করা হয় সন্দেহজনক ওই বিমানের পাইলটের সঙ্গে। পাশাপাশি বিমানটির অবতরণে যাতে কোনও সমস্যা না হয়, এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শ্রীনগর বিমানবন্দর (Srinagar Airport) পুরো খালি করে দেওয়া হয়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। সকল যাত্রীকে দ্রুত বিমান থেকে নামিয়ে শুরু হয় তল্লাশি অভিযান। যদিও বিমানে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ রাহুল গান্ধী’, ইন্ডিয়ার ‘মুখ’ নিয়ে জল্পনার মাঝেই বার্তা খাড়গের]

এই ঘটনার বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘দিল্লি থেকে শ্রীনগরগামী বিমানে বোমা থাকার উড়ো ফোন পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ওই বিমানের সঙ্গে যোগাযোগ করি। পাশাপাশি বিমানবন্দরে ফাঁকা করে জরুরি অবতরণ করানো হয়। যদিও ওই বিমানে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। কে এই ফোন করেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।’

[আরও পড়ুন: ধর্ষণের পর ভিডিও ফাঁস, অন্যত্র বিয়ে ঠিক হতেই তরুণীকে অপহরণের চেষ্টা, চাঞ্চল্য মধ্যপ্রদেশে]

উল্লেখ্য, গত মঙ্গলবার প্রায় একই রকম হুমকি বার্তা আসে দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানে। উড়ানের ঠিক আগে রানওয়েতে বিমানের শৌচাগারে একটি কাগজের টুকরো পান পাইলট। যেখানে লেখা ছিল, ‘BOMB BLAST @30 MINUTES’। এমন বার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তৎপর হন পাইলট। খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। দ্রুত বিমানের কাছে পৌঁছে যায় নিরাপত্তাবাহিনী। বিমানের এমারজেন্সি দরজা খুলে নামানো হয় যাত্রীদের। যদিও তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement