সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোমওয়ার্ক না করায় শাস্তি দেওয়ার নামে দুই শিশুর উপরে নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ উঠল দিল্লির (Delhi) এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ছয় ও আট বছরের দুই বোনকে তালাবন্দি করে প্লাস্টিকের শক্ত পাইপ দিয়ে ভয়ংকর ভাবে মারধর করা হয় বলে অভিযোগ। শরীরের বিভিন্ন জায়াগায় মারাত্মক জখম নিয়ে ঘরে ফেরে দুই শিশু। তাদের মধ্যে একজন বাড়ি ফিরে অজ্ঞান হয়ে পড়ে বলে দাবি করেছেন তাদের বাবা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত বুধবার উত্তর দিল্লির ভালসা এলাকায় ঘটে। দুই শিশুকন্যার বাবা-মা জানিয়েছে, তারা হোমওয়ার্ক না করায় ওইদিন ক্ষিপ্ত হয়ে ওঠেন গৃহশিক্ষক। এরপরেই তাদের নৃশংস শাস্তি দেন তিনি। প্রথমে একটি ঘরে আটকে রাখা হয়েছিল শিশুদের। এরপর ওই ঘরে ঢুকে একটি প্লাস্টিকের পাইপ দিয়ে প্রহার করা হয় তাদের। মারাত্মক জখম অবস্থায় বাড়ি ফেরে ছয় ও আট বছরের দুই বোন। শিশুদের বাবা অভিযোগ করেছেন, এক মেয়ে বাড়ি ফিরে অজ্ঞান হয়ে গিয়েছিল। দুই শিশু এখনও অসুস্থ বলে জানা গিয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই গৃহশিক্ষককে নিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজধানী শহরে। শিশুদের পরিবারের অভিযোগে ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই গৃহশিক্ষককে। এদিকে দিল্লি মহিলা কমিশন (Delhi Women Commission) ঘটনায় দ্রুত যথাযত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে একটি নোটিস পাঠিয়েছে দিল্লি পুলিশকে। এই বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল বলেন, “ভয়াবহ ঘটনা, এভাবে দুই শিশুকে জখম করার কথা ভাবাই যায় না। একজন শিক্ষক কীভাবে এমন নৃশংস অত্যাচার চালাতে পারেন ছাত্রীদের উপরে? তবে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এবার ঘটনার সঠিক তদন্ত করা দরকার। এবং দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”
এফআইআর-সহ গোটা ঘটনার বিষয়ে জানতে চেয়েছে দিল্লি মহিলা কমিশন। আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.