নন্দিতা রায়, নয়াদিল্লি: এবার গুজরাট (Gujarat) বিধানসভা ভোটে বিজেপির (BJP) বিপুল জয় উদযাপন রাজধানীতে। সেই সূত্রেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) রোড-শো দিল্লিতে। যদিও কংগ্রেসের (Congress) কটাক্ষ, ‘ভারত জোড়ো যাত্রা’র সাফল্য দেখে চিন্তায় পড়ে গিয়েছে গেরুয়া শিবির। সেই কারণেই মোদির রোড শো। সূত্রের খবর, বর্ণাঢ্য রোড-শো করে প্রধানমন্ত্রী বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দেবেন। প্রথমে হায়দরাবাদে এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা রাজধানীতে করার সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, চার দিন আগেই কর্নাটকের বিধানসভা ভোটকে পাখির চোখ করে সেরাজ্যের হুবলিতে রোড-শো করেছিলেন মোদি। যেখানে নিরাপত্তা বলয় ভাঙে মোদির কাছে পৌঁছে গিয়েছিল এক কিশোর।
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোদির রোড শোর কারণে সোমবার কাজের দিনে রাজধানীর প্রাণকেন্দ্রে অশোক রোড, সংসদ মার্গ, টলস্টয় রোড, জয়সিংহ রোড, রফি মার্গ, যন্তর মন্তর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দুপুর থেকে বিকেল পর্যন্ত আড়াই ঘণ্টা বন্ধ থাকবে। এর ফলে আশপাশের এলাকা ও রাস্তাতেও যানজট তৈরি হতে পারে। গেরুয়া নেতাদের দাবি, গুজরাটে বিপুল আসনে জয়ের জন্য সকলেই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে উৎসুক। সেই কারণেই এই রোড শোয়ের আয়োজন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ অবশ্য অন্যকথা বলছেন। তাঁর কটাক্ষ, ভারত জোড়ো যাত্রার সাফল্য দেখে প্রধানমন্ত্রী নিরাপত্তহীনতায় ভুগছেন। সেই কারণেই পালটা রোড শো।
এদিকে জানা গিয়েছে, বিজেপির কর্ম সমিতির বৈঠকে বঙ্গ বিজেপিকে কড়া সমালোচনার মুখে পড়তে হতে পারে। কারণ, শীর্ষ নেতৃত্ব বারবার গোষ্ঠীকোন্দল মেটানোর নির্দেশ দেওয়া সত্ত্বেও তা এখনও বিশঁবাও জলে। আবার নাড্ডার ভবিষ্যত নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। নিজের রাজ্য হিমাচলের বিধানসভা ও দিল্লির পুরনিগমে আপের কাছে পর্যুদস্ত হওয়ার পর থেকেই দলে কোণঠাসা নাড্ডা শিবির।
সর্বভারতীয় সভাপতির ওপর অসন্তুষ্ট প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তাঁর বদলে নতুন কাউকে সভাপতি করা যায় কিনা, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা। এছাড়া বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভায় রদবদল নিয়ে কথা হতে পারে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.