Advertisement
Advertisement

Breaking News

Omicron

Coronavirus: দিল্লি ও রাজস্থানে ফের মিলল ‘ওমিক্রন’ আক্রান্তের খোঁজ! দেশ সংক্রমিত মোট ৫৩

ওমিক্রন নিয়ে আতঙ্ক ক্রমেই বাড়ছে।

Delhi reports 4 new Omicron cases। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 14, 2021 1:01 pm
  • Updated:December 14, 2021 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার কোভিড (COVID-19) বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে বছর শেষে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনাকে। কিন্তু এরই মধ্যে দেশজুড়ে ক্রমশই গাঢ় হচ্ছে ‘ওমিক্রন’ (Omicron) আতঙ্ক। মঙ্গলবার দিল্লিতে নতুন করে ৪ জনের শরীরে ধরা পড়ল সংক্রমণ। রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এদিকে রাজস্থানে আক্রান্ত আরও ৮। সেখানে আক্রান্ত ১৭। এই মুহূ্র্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন রাজধানীতে নতুন করে ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলার কথা। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে দিল্লির এলএনজেপি হাসাতালে ৩৫ জন করোনা আক্রান্ত ভরতি রয়েছে। করোনা সন্দেহে ভরতি ৩ জন। এদিন ১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: স্বাধীনতার চেয়েও বড় রাম মন্দির আন্দোলন! বিশ্ব হিন্দু পরিষদের নেতার মন্তব্যে বিতর্ক]

দেশের দৈনিক সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। তার মধ্যেই বাড়ছে ওমিক্রনের চোখরাঙানি। এই পরিস্থিতিতে তামিলনাড়ুতে ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক জনসমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জারি থাকবে।

বিশ্বের ৩৮টি দেশে ছড়িয়ে পড়লেও করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনে মৃত্যুর খবর ছিল না এতদিন। কিন্তু সোমবারই ওমিক্রনের প্রথম গ্রাসের খবর এল ইংল্যান্ড (UK) থেকে। সেদেশে নতুন স্ট্রেনে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার এই খবর জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন (PM Boris Johnson) নিজেই। এরপর থেকেই আতঙ্ক আরও বেড়েছে।

ভারতে আপাতত নিয়ন্ত্রণে সংক্রমণ। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৫২ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৮ হাজার ৯৯৩ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৭৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ।

[আরও পড়ুন: রাওয়াতের পরে সেনা সর্বাধিনায়ক কে? প্রধানমন্ত্রীর পছন্দই সবচেয়ে বড় ফ্যাক্টর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement