Advertisement
Advertisement
Delhi

বেঙ্গালুরুর ধাঁচে দিল্লিতেও বিস্ফোরণের ছক? রাজধানীতে জারি ‘হাই অ্যালার্ট’

দিল্লির বাজারগুলোতে বাড়তি নজরদারি।

Delhi Police On High Alert After IED Blast In Bengaluru
Published by: Kishore Ghosh
  • Posted:March 2, 2024 3:18 pm
  • Updated:March 2, 2024 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর রেস্তরাঁয় আইইডি বিস্ফোরণে (Bengaluru Blast) আহত হয়েছেন ১০ জন। দক্ষিণের রাজ্যে নাশকতার ঘটনার পরেই সতর্কতামূলক ব্যবস্থা নিল দিল্লি পুলিশ (Delhi Police)। রাজধানীতে জারি হয়েছে ‘হাই অ্যালার্ট’। ভিড় এলাকায় এবং শহরের বাজারগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশকর্তারা। দিল্লিতেও কি বিস্ফোরণের ছক রয়েছে দুষ্কৃতীদের?

পুলিশের তরফে দিল্লির বাজার কমিটিগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ এড়াতে কমিটিগুলোকে বাজারের সিসিটিভি ক্যামেরার কার্যকরিতা নিশ্চিত করতেও বলা হয়েছে। দিল্লির পুলিশের এক কর্তা জানিয়েছেন, বোমা ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের তৈরি থাকতে বলা হয়েছে। ডাক পড়তে পারে যে কোনও মুহূর্তে।

Advertisement

 

[আরও পড়ুন: ভুয়ো ভিডিও পোস্ট করে অপপ্রচার! খাড়গেকে ক্ষমা চাইতে বললেন ‘অপমানিত’ গড়করি

প্রসঙ্গত, শুক্রবার বেঙ্গালুরুর কুণ্ডলাহল্লিতে রামেশ্বরম নামের রেস্তরাঁতে বিস্ফোরণ ঘটেছে। যাতে আহত হয়েছেন ১০ জন। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিশ্চিত করেছেন এটি আইইডি বিস্ফোরণ। প্রাথমিকভাবে এই ঘটনায় জঙ্গি যোগের সন্দেহ করা হচ্ছে। কে বা কারা ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিকল্পিতভাবে ঘটানো এই বিস্ফোরণে স্বল্পমাত্রার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা।

 

[আরও পড়ুন: এলেন, ইডলি খেলেন, বোম রেখে চলে গেলেন! বেঙ্গালুরুর বিস্ফোরণকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement