Advertisement
Advertisement
Delhi Police

সাতসকালে রাহুল গান্ধীর বাড়িতে দিল্লি পুলিশের আধিকারিকরা, সরগরম রাজধানী

রাহুলকে হেনস্তা করার চেষ্টা করছে পুলিশ, দাবি কংগ্রেসের।

Delhi Police officials arrive residence of Congress MP Rahul Gandhi in connection with the notice that was served to him | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 19, 2023 11:13 am
  • Updated:March 19, 2023 11:13 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: রবিবার সকালে সরগরম রাজধানী দিল্লি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে হাজির দিল্লি পুলিশের (Delhi Police) শীর্ষ আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য নিয়ে রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ।

আসলে ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) শেষে শ্রীনগরে দাঁড়িয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তাঁর কাছে অভিযোগ করেছেন, যে তাঁদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্তা বা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে পুলিশে অভিযোগ করতে পারছেন না তাঁরা। কারণ পুলিশে অভিযোগ করলেই তাঁদের সম্মান নিয়ে টানাটানি হবে। দিল্লি পুলিশের বক্তব্য, কংগ্রেস সাংসদকে সেই মন্তব্যের ব্যখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন তাঁদের তালিকা দিতে হবে।

Advertisement

[আরও পড়ুন: ভিন্দ্রানওয়ালের স্মৃতি উসকে ফের অশান্ত পাঞ্জাব, কেন শুরু হয়েছিল খলিস্তানি আন্দোলন?]

রবিবার সকাল থেকে রাহুলের (Rahul Gandhi) দিল্লির বাসভবনে পুলিশের বিশাল বাহিনী রীতিমতো পাহারা দিচ্ছে। সেই বাহিনীর নেতৃত্বে রয়েছেন দিল্লির স্পেশ্যাল কমিশনার সাগরপ্রীত হুডা। তিনি জানিয়েছেন, এর আগে ১৫ মার্চ রাহুলকে নোটিস দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেদিন ৩ ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশকে ফিরে যেতে হয়। ১৬ মার্চ তাঁকে নোটিস দেওয়া হয়েছে। শ্রীনগরে যাত্রা শেষে তিনি যে মহিলাদের কথা উল্লেখ করেছেন, আমরা শুধু তাঁদের সম্পর্কে জানতে চাই, যাতে তাঁদের সুবিচার পাইয়ে দেওয়া যায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এখনও রাহুলের সঙ্গে কথা বলতে পারেননি আধিকারিকরা।

[আরও পড়ুন: রাহুলের পাশে দাঁড়ানোয় মহুয়া মৈত্রকে ‘নগরবধূ’ বলে আক্রমণ, বিতর্কে বিজেপি বিধায়ক]

যদিও কংগ্রেস (Congress) বলছে, আসলে অমিত শাহর নির্দেশে দিল্লি পুলিশ রাহুলকে হেনস্তা করার চেষ্টা করছে। নাহলে শ্রীনগরে করা তাঁর মন্তব্যের যেন কেন দিল্লি পুলিশ এভাবে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করল? দিল্লি পুলিশের জবাব, আমরা চাই যে কোনও জায়গায় কারও সঙ্গে অন্যায় হলে তিনি যেন সুবিচার পান। তাছাড়া রাহুল গান্ধী দিল্লির বাসিন্দা, তাই তাঁকে এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর তাঁর যাত্রা তো গোটা দেশের উপর দিয়েই গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement