Advertisement
Advertisement

Breaking News

TMC

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রামলীলা ময়দানে ধরনা তৃণমূলের, অনুমতি দিল না দিল্লি পুলিশ

তীব্র নিন্দা করেছে তৃণমূল। 

Delhi police denies permission for TMC rally at Ram Leela Maidan | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 30, 2023 4:35 pm
  • Updated:August 30, 2023 5:17 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাংলাকে লাগাতার বঞ্চনা করছে কেন্দ্র। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে দিল্লির মোদি সরকার। এধরনের একাধিক অভিযোগ তুলে ২ অক্টোবর দিল্লিতে রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি নিয়েছিল তৃণমূল। কিন্তু সেই অবস্থানের অনুমতি দিল না দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে থাকা দিল্লি পুলিশের এই ভূমিকা সম্পূর্ণ রাজনৈতির উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে তৃণমূল। বাংলার বঞ্চিত মানুষকে ভয় পেয়েই কর্মসূচির অনুমতি দিল না পুলিশ, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 

২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রাখায় বঞ্চিত হচ্ছে বাংলার ১০ লক্ষেরও বেশি মানুষ। তৃণমূল নিজের উদ্যোগে বঞ্চিত শ্রমিকদের দিল্লিতে নিয়ে গিয়ে গান্ধী জয়ন্তী দিবসে রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি করার পরিকল্পনা নিয়েছিল। 

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত ‘বউদিমণির কাগজওয়ালা’ খ্যাত গীতিকার কিংশুক চট্টোপাধ্যায়, বন্ধুকে হারিয়ে কী বললেন রূপঙ্কর?]

সেই কর্মসূচির জন্য ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দান ভাড়া চেয়েছিল তৃণমূল। বাংলা থেকে যাওয়া মনরেগা প্রকল্পের শ্রমিকদের ওই ময়দানেই রাখার পরিকল্পনা ছিল তাদের। ২৩ আগস্ট অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি দেয় ঘাসফুল শিবির। কিন্তু বুধবার সেই আবেদন নাকচ করে দিল পুলিশ। তাদের এই ভূমিকার তীব্র নিন্দা করেছে তৃণমূল।  

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। বাংলার বঞ্চিত মানুষরা দিল্লিতে গিয়ে ধরনা দিত। সেখানে হাজির থাকবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদি সরকার ভয় পেয়েছে। তাই কর্মসূচির অনুমতি দিল না।”

[আরও পড়ুন: নবম-দশমেও ‘বেনিয়ম’, ২ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement