Advertisement
Advertisement
NewsClick Delhi

চিনা টাকায় চলছে সংবাদ ওয়েবসাইট? সাংবাদিকদের বাড়িতে তল্লাশি দিল্লি পুলিশের

জেরার জন্য থানায় আনা হয়েছে সাংবাদিকদের।

Delhi Police conduct raid at residence of NewsClick journalists amidst China funding allegation | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 3, 2023 10:42 am
  • Updated:October 3, 2023 10:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালাল দিল্লি পুলিশ (Delhi Police)। ইউএপিএ আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছে নিউজক্লিক নামে ওই সংবাদ ওয়েবসাইটের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ দল। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিকদের জেরার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত আগস্ট মাসেই চিনা (China) প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছিল নিউজক্লিকের অন্যতম মালিক নেভিল সিংহমের বিরুদ্ধে। তারপরেই নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশের বিশেষ দল। বেশ কয়েকদিন আগেই নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করে ইডি। ওয়েবসাইটের বেশ কিছু সম্পত্তিও অ্যাটাচ করা হয়। সেই সময়েই অভিযোগ ওঠে, বেআইনিভাবে বিদেশি অনুদান নিয়ে ব্যবহার করে নিউজক্লিক। মূলত চিন থেকে অনুদান আসত নিউজক্লিকে, এমনটাই অভিযোগ এনেছে ইডি। তারপরেই নিউজক্লিকের সাংবাদিক ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গলে লুকিয়ে জেহাদিরা, কাশ্মীরে চলছে জোর গুলির লড়াই]

মঙ্গলবার তল্লাশি চালিয়ে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, আপাতত জেরা করা হচ্ছে সাংবাদিকদের। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে কী তথ্য মিলেছে, সেই বিষয়গুলো পরে প্রকাশ করা হবে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত কয়েকদিন আগেই অভিযোগ উঠেছিল, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন ধনকুবের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং আমেরিকা-সহ বেশ কয়েকটি দেশে মগজ ধোলাইয়ের কাজ করছে বেজিং। দিল্লিতে নিউজক্লিক নামের একটি সংবাদ ওয়েবসাইট নেভিলের চিনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে টাকা জোগান দেওয়া হয়েছিল। ওই ওয়েবসাইটের প্রতিবেদনগুলিতে চিনা সরকারের হয়ে কথা বলা হয়েছে। ভারতের তদন্তকারী সংস্থাগুলি সিংহমের এবং নিউজক্লিকের মধ্যে যোগ খতিয়ে দেখতে শুরু করে। তার দেড় মাসের মধ্যেই তল্লাশি হল ওয়েবসাইটের সাংবাদিকদের বাড়িতে। 

[আরও পড়ুন: বিপক্ষের মাঠেই কর্মসূচি, দেশের নজরে তৃণমূল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement