সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিবিআই প্রধান হিসেবে বেছে নেওয়া হল দিল্লির পুলিশ কমিশনার অলোক বর্মাকেই। আগামী দু বছর কেন্দ্রীয় সংস্থার দায়িত্বে থাকবেন তিনি।
নয়া সিবিআই হিসেবে বরাবরই উঠে এসেছে তাঁর নাম। ১৯৭৯ ব্যাচের এই দক্ষ আইপিএস অফিসারকেই পছন্দ ছিল সিলেকশন কমিটির। এই কমিটির নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও কংগ্রেস এর বিরোধিতা করেছিল। কেননা এর আগে তদন্ত সংস্থায় কাজ করার কোনও অভিজ্ঞতা ছিল না অফিসার বর্মার। তাই কংগ্রেসের দাবি ছিল, সেই অভিজ্ঞতার কাউকে অগ্রাধিকার দেওয়া। এ ব্যাপারে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠকেও বসেন প্রধানমন্ত্রী। তারপরই প্রধানমন্ত্রীর তরফে মেলে এই অনুমোদন।
নিজের কেরিয়ারে অফিসার বর্মা বরাবরই কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ফলত মোদির সুনজরেই ছিলেন তিনি। কেন্দ্রীয় শাসকদলের প্রথম পছন্দ হিসেবে বরাবরই ছিলেন বর্মা। সিবিআই প্রধান হওয়ার পথে কংগ্রেসের বাধা ছাড়া আর কোনও অন্তরায় ছিল না তাঁর সামনে। প্রত্যাশিতভাবেই তাই তাঁকেই বেছে নিয়েছে নির্বাচক কমিটি। প্রায় ৪৯ জন সম্ভাব্য প্রধানের মধ্যে থেকে বেছে নেওয়া হল দিল্লির পুলিশ কমিশনারকেই।
PM has approved the appointment of Alok Verma, IPS, as Director CBI, for a period of 2 years.
— ANI (@ANI_news) January 19, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.