Advertisement
Advertisement

Breaking News

অধীরের গাড়ি আটকাল

দিল্লির রাজীব চকে অধীরের গাড়ি আটকাল পুলিশ, হেঁটে সংসদে গেলেন কংগ্রেসের সাংসদ

গাড়ির স্টিকার অবৈধ যুক্তিতে আটকানো হয় গাড়ি।

Delhi police ask to stop Congress MP's car to enter Parliament
Published by: Paramita Paul
  • Posted:March 5, 2020 4:43 pm
  • Updated:March 6, 2020 8:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে যাওয়ার পথে হেনস্তার শিকার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। সংসদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। বলা হয়, সাংসদের গাড়িতে যে স্টিকার সাঁটানো আছে তা অবৈধ। সংসদে ঢোকার আগে রাজীব চকে তাঁর গাড়ি আটকে দেওয়া হয়। ফলে বাকি রাস্তা হেঁটে বহরমপুরের সাংসদকে সংসদে পৌঁছতে হয়। এ নিয়ে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন তিনি। একইরকম হেনস্তার শিকার হন কংগ্রেসের আরেক সাংসদ গুরজিত সিং অজলা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার অধিবেশনে বিরতির পর দুপুর পৌনে দুটো নাগাদ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সংসদে যাচ্ছিলেন। সেইসময় রাজীব চকে তাঁর গাড়ি আটকে দেয় দিল্লি পুলিশ। জানায়, গাড়ি সংসদে যেতে দেওয়া যাবে না। কারণ, ‘গাড়িতে সাঁটানো স্টিকার অবৈধ। ২০২০-র স্টিকার চাই।’ সেইসময় গাড়িতে সাংসদ অধীর চৌধুরী ছিলেন। তিনি জানান, ২০১৯ সালের ‘valid MP’-র স্টিকারও লাগানো ছিল। লোকসভার নোটিফিকেশন রয়েছে, ‘২০১৯ সালের স্টিকার ৩১ মার্চ, ২০২০ অবধি বৈধ।’ ফলে সাংসদকে রাজীব চকে নেমে হেঁটে সংসদে পৌঁছতে হয়।

Advertisement

[আরো পড়ুন : করোনায় ধাক্কা পর্যটনেও, সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা বিদেশি পর্যটকদের]

এই ঘটনায় তীব্র অপমানিত হন সাংসদ। সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন অধীর রঞ্জন চৌধুরি। এদিকে সংসদে  বিক্ষোভ দেখানোয় ৭ কংগ্রেস সাংসদকে বরখাস্ত করা হয়। চলতি এই অধিবেশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না বলে জানানো হয়। বৃহস্পতিবার লোকসভা কাজ অসমাপ্ত রেখেই বেরিয়ে যান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সাংসদরা কক্ষের নিয়ম বিরোধী আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি। 

[আরও পড়ুন : ‘সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার করোনা টেস্ট করা হোক’, বিতর্কিত মন্তব্য বিজেপির জোট সঙ্গীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement