Advertisement
Advertisement
Delhi Police

এলএম টেনই অনুপ্রেরণা! খুন-ছিনতাইয়ের মতো অভিযোগে পুলিশের জালে ‘মেসি গ্যাং’

তাদের কাছ থেকে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

Delhi Police arrests Local 'Messi Gang', Involved In 10 Cases | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 24, 2022 9:48 am
  • Updated:December 24, 2022 9:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় লিও মেসিই (Lionel Messi) ছিলেন অনুপ্রেরণা। তাঁকে দেখেই ফুটবল পায়ে মাঠে নামা। কিন্তু ফুটবলার হওয়ার ইচ্ছাপূরণ হয়নি। উলটে একের পর এক অপরাধে লিপ্ত হয়ে পুলিশের ‘ওয়ান্টেড’ তালিকায় নাম তোলেন ৪৩ বছরের পিংকু। অবশেষে তাকে ও তার ৩ সঙ্গীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অজয় কুমার, পুম্মি, ফিরোজ খান ও তাদের নেতা পিংকু মেসিদের গ্যাংয়ের নাম ‘মেসি গ্যাং’। রাজধানীর বিভিন্ন প্রান্তে তারা মূলত পকেটমারি করত। তাদের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন থানায় অন্তত ৫৫টি অভিযোগ দায়ের হয়েছিল। তাদের কাছ থেকে ৫৬টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। গ্যাংয়ের নেতা পিংকুর বিরুদ্ধে খুন, অবৈধ হাতিয়ার রাখার মতো কমপক্ষে ১০টি অভিযোগ রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মক্কেল এত ভিআইপি! গর্ব হওয়া উচিত’, অনুব্রতর আইনজীবীর সঙ্গে মশকরা বিচারপতির]

দিল্লি দক্ষিণের ডেপুটি কমিশনার চন্দন চৌধুরী জানান, গত ২০ ডিসেম্বর পুলিশের একটি টিম সিআর পার্ক এলাকায় টহলদারি করছিল। সেই সময়ই একটি অটোর সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করেন আধিকারিকরা। অটোর ভিতর ৪জন বসেছিল। পুলিশ (Delhi Police) জানতে চায়, তারা সেখানে কী করছে। প্রথমে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করলেও তাদের চেপে ধরতেই বেরিয়ে আসে ১১টি মোবাইল ফোন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ফোনগুলি চুরি করেছে তারা। এরপর চারজনকে গ্রেপ্তার করা হলে তাদের কাছ থেকে আরও ৪৫টি ফোন উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয়েছে অটোটিকেও।

পুলিশি জেরায় চারজন স্বীকার করে, গত ৪-৫ বছর ধরে তারা দিল্লির একাধিক প্রান্তে পকেটমারি করছে। জনবহুল এলাকায় ঢুকে ভিড়ের মধ্য়ে থেকে ছিনতাই করে অটোয় চেপে পালাত তারা। গ্যাংয়ের নেতা মেসি ভক্ত, ফুটবল খেলতে ভালবাসে। কিন্তু খুনের মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

[আরও পড়ুন: ‘বাড়াবাড়ি’ করছে মার্টিনেজ, এবার আর্জেন্টাইন গোলকিপারের বিরুদ্ধে নালিশ জানাল ফ্রান্স]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement