Advertisement
Advertisement

Breaking News

Delhi Police

যৌনতার ফাঁদ পেতে কেন্দ্রীয় মন্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা! গ্রেপ্তার দুই

অল্পের জন্য বাঁচলেন মন্ত্রী।

Delhi Police arrested two men from Rajasthan for allegedly making a extortion call to a Union Minister | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2023 9:22 am
  • Updated:July 27, 2023 9:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা! তাও আবার যৌনতার ফাঁদ পেতে। দুঃসাহসিক এই কাণ্ড ঘটিয়ে শ্রীঘরে রাজস্থানের (Rajasthan) দুই যুবক। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।

জানা গিয়েছে, গত মাসে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে (Prahlad Patel) ভিডিও কল করে ফাঁদে ফেলার চেষ্টা করে একটি চক্র। প্রথমে মন্ত্রীর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয়। সেটি রিসিভ করার সঙ্গে সঙ্গে চালিয়ে দেওয়া হয় পর্ন ভিডিও। প্রহ্লাদ প্যাটেল সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। কিন্তু এর পর তাঁকে ফোন করে ওই কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: বিহারে বিদ্যুৎ মাশুলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের গুলি, মৃত ১, নীতীশকে তোপ বিজেপির]

বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী যোগাযোগ করেন দিল্লি পুলিশের (Delhi Police) কমিশনারের সঙ্গে। তদন্তে নেমে দিল্লি পুলিশ রাজস্থানের ভরতপুর থেকে মহম্মদ ভাকিল এবং মহম্মদ সাহেব নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে আরেক অভিযুক্ত সাবির পলাতক। তাঁর খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।

[আরও পড়ুন: অসমের হত্যাকাণ্ডে অসহায় পরিবার, ত্রাতা হয়ে দাঁড়ালেন বিজেপি বিধায়ক]

জেরায় অভিযুক্তরা জানিয়েছে, এই ধরনের প্রতারণার বড়সড় চক্র চালাত তারা। এদের মূল উদ্দেশ্য হল যৌনতার ফাঁদ বিছিয়ে মানুষকে বেকায়দায় ফেলে টাকা আদায় করা। কিন্তু মন্ত্রী শুরুতেই তাদের পরিকল্পনা ধরে ফেলেন। তারপরই পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তরা ধরা পড়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement