Advertisement
Advertisement

Breaking News

জইশ জঙ্গি

মাথার দাম ২ লক্ষ টাকা, শ্রীনগরে ধৃত কুখ্যাত জইশ জঙ্গি

জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছিল ওই জঙ্গি৷

Delhi police arrested JeM terrorist from Kashmir's Srinagar
Published by: Monishankar Choudhury
  • Posted:July 16, 2019 1:08 pm
  • Updated:July 16, 2019 1:08 pm  

মাসুদ আহমেদ, শ্রীনগর: ‘বুলি নয় গুলি’৷ কাশ্মীর উপত্যকায় মুখে না বললেও, সন্ত্রাসদমনে আপাতত এই হচ্ছে কেন্দ্রের মন্ত্র৷ সেইমতো সেনাকে নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দেওয়া হয়েছে৷ এই পদক্ষেপে ফল মিলছে৷ মঙ্গলবার শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে এক কুখ্যাত জইশ-ই-মহম্মদ জঙ্গি ও তার দুই সঙ্গীকে৷ ওই জঙ্গির মাথার দাম ২ লক্ষ টাকা ধার্য করেছিল সরকার৷

[আরও পড়ুন: অশনি সংকেত! কাশ্মীর নিয়ে ভারতকে বেনজির হুমকি আল কায়দা প্রধানের]

Advertisement

পুলিশ সূত্রে খবর, গোয়েন্দাদের খবরের ভিত্তিতে মঙ্গলবার শ্রীনগরে যৌথভাবে অভিযান চালায় কাশ্মীর ও দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল৷ ধৃত জঙ্গির নাম বসির আহমেদ৷ পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের অন্যতম কুখ্যাত নেতা বসির৷ একাধিক সন্ত্রাসবাদী হামলা, হত্যা ও অপহরণের সঙ্গে যুক্ত ওই জঙ্গি৷ তাকে ধরতে পারলে ২ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল প্রশাসন৷ উল্লেখ্য, ২০০৭ সালেই একটি সংঘর্ষের পর বসির আহমেদকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ৷ জঙ্গিযোগের অভিযোগ থাকলেও, আদালত থেকে জামিন পেয়ে যায় সে৷ তারপরই গা ঢাকা দেয় ওই জঙ্গি৷ আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়৷ সেইমতো এদিন তাকে ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ৷ গোয়েন্দা সূত্রে খবর, কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের উপর একাধিক হামলার নেপথ্যে রয়েছে বসির৷ পাকিস্তান থেকে সংগঠনটির জন্য টাকা আনার ব্যবস্থা করত সে৷ পাক-অধিকৃত কাশ্মীরে জইশের শিবিরে নিয়মিত যাতায়াত রয়েছে তার৷

প্রসঙ্গত, উপত্যকায় আন্দোলন জারি রেখে, নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করার মতো দ্বিচারিতার জেরে, বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আগেই৷ কয়েকদিন আগেই বিচ্ছিন্নতাবাদী নেত্রী আসিয়া আনদ্রাবির বাড়ি সিল করে দেয় এনআইএ৷ একই সঙ্গে হুরিয়ত-সহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আলোচনার প্রস্তাবও নাকচ করে দিয়েছে কেন্দ্র৷ ফলে কাশ্মীরে যে সন্ত্রাসদমন অভিযান পূর্ণমাত্রায় চলবে তা স্পষ্ট৷   

[আরও পড়ুন: কাশ্মীরের পালটা বালোচিস্তান, বিশ্বকাপের সেমিফাইনালে ফের উড়ল ব্যানার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement