Advertisement
Advertisement

ফেলে দেওয়া কন্যাসন্তানকে দত্তক নিল পুলিশ

ফেলে যাওয়া শিশুটিকে আপাতত নিজেদের দায়িত্বেই বড় করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ৷

Delhi Police adopted abandoned day-old girl child
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 6:08 pm
  • Updated:January 30, 2020 2:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের মানবিক মুখ দেখল দেশবাসী৷ মাত্র একদিনের কন্যাসন্তানকে ফ্লাইওভারের নিচে ফেলে দিয়ে গিয়েছিল অজ্ঞাতপরিচয় কোনও দম্পতি৷ খবর পেয়ে পুলিশ গিয়ে শিশু সন্তানটিকে দত্তক নিল৷ আপাতত এইমস-এ নার্সদের হেফাজতে রাখা হয়েছে শিশুটিকে৷

মঙ্গলবার রাত ১টা নাগাদ পুলিশের দফতরে ফোন আসে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচে একটি শিশু সন্তানকে কেউ ফেলে রেখে গিয়েছে৷ তড়িঘড়ি পুলিশ সেখানে ছুটে যায়৷ শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এইমস-এ৷ সেখানে নার্সরা শিশুটির দেখভালের দায়িত্ব নেয়৷

Advertisement

শিশুটি যেখানে পড়েছিল সেখানে একটি ব্যাগ পাওয়া গিয়েছে৷ ব্যাগ থেকে কিছু তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ৷ সেই সূত্র ধরে শিশুটির মা-বাবার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে৷ শিশুটির মা-বাবার খোঁজে ঘটনাস্থলে আবার যাবে পুলিশ৷ তবে ততদিন নিজেরাই শিশুটিকে দত্তক নিয়েছে পুলিশ৷ সঙ্গে আছে এইমস-এর নার্সরাও৷ শিশুটিকে পুলিশ ও হাসপাতাল সহায়তায় আপাতত বড় করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement