সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উন্নত চিকিৎসার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নির্ভয়ার ধর্ষক-খুনি বিনয় শর্মার আইনজীবী। সেই আরজি খারিজ করল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আদালতের সাফ কথা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর ক্ষেত্রে দুশ্চিন্তা, হতাশা স্বাভাবিক। বিনয়তে যথাযথ চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দেয় আদালত। ফলে নির্ভয়ার চার দোষীর কোনও মামলা আর আদালতে ঝুলে রইল না। আইনজ্ঞদের কথায়, ৩ মার্চ নির্ভয়ার চার দোষীর ফাঁসির পথে আর কোনও বাধা রইল না। এদিন পাতিয়ালা হাউস কোর্টের রায়দানের পর নির্ভয়ার মা আশাদেবী জানান, “দোষীরা ক্রমাগত আদালতকে ভুল পথে পরিচালনা করছে। আমি মনে করি ৩ তারিখই ওই চারজনের ফাঁসি হবে।”
Nirbhaya case: Delhi’s Patiala House Court dismisses the petition of convict Vinay Sharma, seeking direction to provide high-level medical treatment to him. https://t.co/FrBON7SMAG pic.twitter.com/xtUPeaImGk
— ANI (@ANI) February 22, 2020
During the hearing of 2012 Delhi gang-rape case, the court observed, ‘General anxiety and depression in case of a death row convict is obvious. In the case at hand, evidently, adequate medical treatment and psychological help have been provided to the condemned convict’. https://t.co/Sp9szQFGZI
— ANI (@ANI) February 22, 2020
Asha Devi, mother of 2012 Delhi gang-rape case victim: It was a tactic to delay the execution. The convicts are misleading courts. They have exhausted almost all legal remedies and I believe that they will be hanged on March 3. https://t.co/Sp9szQFGZI pic.twitter.com/Td5rPUQn5J
— ANI (@ANI) February 22, 2020
শনিবার সেই আবেদনের শুনানি ছিল। এদিন দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পরও রায় দেননি বিচারক। বিনয়ের আইনজীবীর দাবি ছিল, তার মক্কেলের মাথায় গুরুতর আঘাত লেগেছে। স্ক্রিৎজোফেনিয়ায় ভুগছে সে। তাই তার উন্নতমানের চিকিৎসা প্রয়োজন। যদিও তা মানতে নারাজ তিহার জেল কর্তৃপক্ষ।
Nirbhaya Case: After the conclusion of arguments, Delhi Court reserved the order on the application of one of the death row convicts Vinay Sharma who had sought a direction to provide high-level medical treatment to him
— ANI (@ANI) February 22, 2020
এর আগেও বিনয়ের মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে ফাঁসি থেকে রেহাই দেওয়ার দাবি জানিয়েছিলেন আইনজীবী এ পি সিং। এদিকে বৃহস্পতিবার সকালে তিহার জেলের দেওয়ালে মাথা ঠুকতে থাকে বিনয়। সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ তাকে সরিয়ে নিয়ে যায়। চোটও তেমন গুরুতর নয় বলেই জানানো হয়েছে। কিন্তু সে কথা মানতে নারাজ বিনয়ের আইনজীবী। চোট গুরুতর বলে দাবি করে এ পি সিং আদালতের দ্বারস্থ হন।
আইনজীবী জানান, বিনয়ের ডান হাত ভেঙে গিয়েছে। মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। তার মাকেও চিনতে পারছে না। এমনকী বিনয়কে স্ক্রিৎজোফেনিয়ার রোগী বলেও দাবি করেন তিনি। এরপরই তাকে Institute of Human Behaviour & Allied Sciences (IHBAS) হাসপাতালে রেফার করার দাবি জানান। এদিন আদালতেও একই কথা জানান বিনয়ের আইনজীবী। তবে জেল কর্তৃপক্ষের পালটা যুক্তি ছিল, বিনয় এই কয়েকদিনে বাড়িতে মায়ের কাছে ও আইনজীবীকে ফোন করেছে। তাহলে তাঁর আইনজীবী কীভাবে দাবি করছেন, বিনয় কাউকে চিনতে পারছে না?
Nirbhaya Case: Public Prosecutor Irfan Ahmad also stated ‘convict Vinay Sharma made two phone calls recently to his mother and his lawyer, So why is his lawyer claiming that he is not even in the position to identify his mother also?’ https://t.co/0a1e2VkAKK
— ANI (@ANI) February 22, 2020
এদিকে ৩ মার্চ চার সাজাপ্রাপ্তের ফাঁসি হওয়ার কথা। তিনজনের সমস্ত আইনি সহায়তা পাওয়ার পথ বন্ধ। কিন্তু বিনয়ের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আরজি এখনও বাকি রয়েছে। এমন পরিস্থিতি ৩ মার্চ আদৌ কি নির্ভয়ার চার দোষীর ফাঁসি হবে, তার দিকে তাকিয়ে গোটা দেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.