Advertisement
Advertisement

Breaking News

মেট্রো, বাস

মহিলাদের জন্য বিনামূল্যে মেট্রো-বাস পরিষেবা, নজিরবিহীন সিদ্ধান্ত কেজরি সরকারের

বাস্তবায়নে কতটা প্রতিকূলতা, বুঝতে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে পরিবহণ মন্ত্রী৷

Delhi Metro and Bus ride will be free for women passengers
Published by: Sucheta Sengupta
  • Posted:June 2, 2019 4:13 pm
  • Updated:June 2, 2019 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী শহরে নারীদের জন্য সুখবর৷ বাস এবং মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে এবার থেকে একটি টাকাও খরচ করতে হবে না দিল্লির মহিলাদের৷ এই দুই পরিবহণ নিখরচায় মেয়েদের জন্য চালু করার পরিকল্পনা করছে দিল্লির আপ সরকার৷ তা কতটা বাস্তবসম্মত হবে, সে বিষয়ে দিল্লির মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে বৈঠক করেছেন পরিবহণ মন্ত্রী কৈলাস গেহলট৷

[আরও পড়ুন: মিমি-নুসরতের পোশাক নিয়ে খোঁচা, সোশ্যাল মিডিয়ায় সমালোচিত সাংবাদিক]

দিল্লির মেট্রো চলে পিপিপি মডেলে৷ ৫০ শতাংশ কেন্দ্র এবং বাকি ৫০ শতাংশের ব্যয়ভার বহন করে দিল্লি সরকার৷ এই পরিস্থিতিতে কেজরিওয়াল সরকারের একার সিদ্ধান্ত বলবৎ হওয়া কঠিন৷ কেন্দ্রেরও সমান অনুমোদন চাই৷ আর সেই হিসেব স্পষ্ট করতেই পরিবহণ মন্ত্রী মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে বৈঠকে বসেন৷ বাস এবং মেট্রোতে মহিলাদের বিনামূল্যে পরিবহণের সুবিধা দিতে কতটা কী ব্যবসায়িক ক্ষতি হবে, সেই হিসেব চেয়েছেন মন্ত্রী গেহলট৷ তিনি এবিষয়ে মেট্রোর তরফে প্রস্তাব লিখিত আকারে জমা দিতে বলেছেন৷ মেট্রো কর্তৃপক্ষ এই বাড়তি চাপ নিতে কতটা প্রস্তুত, তাও বিষদে জানাতে বলা হয়েছে৷ সূত্রের খবর, ডিএমআরসি অর্থাৎ দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিঃসন্দেহে চ্যালেঞ্জের৷

Advertisement

রাজধানীতে মেট্রো নিয়ে সংস্কার আগেও বেশ কয়েকবার হয়েছে৷ উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আগেও ২৫ থেকে ৩০ শতাংশ মেট্রো ভাড়া কমিয়েছেন৷ তাঁর বক্তব্য ছিল, ‘দিল্লিতে মেট্রো প্রয়োজনীয়, বিলাসিতা নয়৷ সাধারণ মানুষের জন্য ভাড়াটা অনেকটাই বেশি ছিল৷ তাই কমিয়ে তা সাধারণের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করেছি৷’ এবার মহিলাদের জন্য সেই ভাড়া পুরোপুরি তুলে দিতে চাইছে কেজরিওয়াল সরকার৷ মেট্রোর মতো বাসেও বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন রাজধানীর মহিলারা৷  

[আরও পড়ুন: দলিত নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত রাজপুত, পঞ্চায়েতের চাপ উপেক্ষা করেই পুলিশের দ্বারস্থ পরিবার]

চারটি শাখায় মেট্রো রেলের মাধ্যমে সংযুক্ত গোটা দিল্লি শহরটিই৷ সম্প্রতি মেট্রোর ব্লু লাইনটি গ্রেটার নয়ডা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে৷ সেই অংশটি দিল্লি মেট্রোর অন্তর্গত হলেও, নয়ডা মেট্রো রেল কর্পোরেশন এটি তৈরি করেছে৷ তাই বিনামূল্যে মহিলা যাত্রীদের পরিষেবা দিতে গেলে নয়ডা মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে আলোচনা প্রয়োজন বলে মনে করা হচ্ছে৷ তবে পরিস্থিতি যাই হোক, কেজরিওয়াল সরকারের এই উদ্যোগেই খুশি মহিলা সমাজ৷ চাইছেন, দ্রুত সমস্ত বাধা কাটিয়ে বাস্তবায়িত হোক এই সিদ্ধান্ত, সেটাই এখন আশা তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement