Advertisement
Advertisement

Breaking News

Delhi Metro

এবার মদ নিয়েই ওঠা যাবে মেট্রোয়! বড় ঘোষণা দিল্লিতে

এতদিন দাহ্য বস্তু, আগ্নেয়াস্ত্রের মতো নিষেধাজ্ঞা ছিল মদেও।

Delhi metro allows passengers to carry alcohol। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 30, 2023 4:40 pm
  • Updated:June 30, 2023 4:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও স্বল্প পোশাক পরা তরুণী, কখনও প্রকাশ্যে চুম্বন, কখনও স্কার্ট পরে ছেলেদের মেট্রোয় ওঠা। আবার কখনও যাত্রীদের সঙ্গে বাঁদরের সফর। বারবারই অদ্ভুত সব কারণে শিরোনামে উঠে এসেছে দিল্লি মেট্রো। এবার যাত্রীদের উদ্দেশে বিশেষ ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। জানিয়ে দিল, এবার থেকে মদের বোতল নিয়ে সফর করতে পারবেন যাত্রীরা। তবে রয়েছে বেশ কিছু বিধিনিষেধ। 

কী ধরনের বিধিনিষেধ? মেট্রো চত্বর কিংবা মেট্রোর ভিতরে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিয়মই বলবৎ থাকছে। করা যাবে না কোনও রকম বেসামাল আচরণ। সবচেয়ে বড় কথা মদের বোতলগুলি হতে হবে সিল করা। সর্বোচ্চ দু’টি বোতল সঙ্গে রাখা যাবে।

Advertisement

প্রসঙ্গত, এয়ারপোর্ট মেট্রো লাইন ছাড়া আগে সব লাইনেই মদ নিয়ে সফর নিষিদ্ধ ছিল। এবার সিআইএসএফ ও ডিএমআরসি মিলিতভাবে আগের নির্দেশগুলি বিবেচনা করে নয়া নির্দেশ দিল। সেই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ (Delhi Metro) জানিয়ে দিয়েছে, কোনও যাত্রী যদি অশালীন আচরণ করেন তাহলে পূর্ব আইন মেনে পদক্ষেপ করা হবে। সমস্ত যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন সমস্ত নিয়ম মেনে চলেন। শালীনতা বজায় রাখেন।

[আরও পড়ুন: ‘রিলস দেখেন? ওটিটির নয়া সিরিজটি কেমন?’ মেট্রোয় পড়ুয়াদের সঙ্গে আড্ডা প্রধানমন্ত্রীর!]

প্রসঙ্গত, দিল্লি মেট্রোয় যাত্রা করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস বহন করা নিষিদ্ধ। যার মধ্যে রয়েছে ধারালো বস্তু, বিস্ফোরক সামগ্রী, দাহ্য বস্তু, বন্দুক, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ক্ষতিকারক সরঞ্জাম। নিষেধাজ্ঞা ছিল মদেও। তবে এবার সেই নিয়ম বদলাল। যদিও মেনে চলতে হবে বিধিনিষেধ।

[আরও পড়ুন: চলবে না রিপড্ জিনস্, মিনি স্কার্ট, মন্দিরে ঢোকার পোশাক বিধি জারি যোগীরাজ্যে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement