Advertisement
Advertisement

Breaking News

চলন্ত বাসে মহিলার সামনে হস্তমৈথুন, মুখ ফিরিয়ে রইলেন সহযাত্রীরা

কলকাতার ঘটনার পুনরাবৃত্তি দিল্লিতে৷

 Delhi man misbehaves with a girl
Published by: Tanujit Das
  • Posted:November 21, 2018 6:55 pm
  • Updated:November 21, 2018 10:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  চলতি বছরের মাঝামাঝি যে ঘটনা ঘটেছিল শহর কলকাতায়, তারই পুনরাবৃত্তি ঘটল দিল্লিতে৷ চলন্ত বাসে মহিলার সামনে স্বমেহন করল এক ব্যক্তি আর না দেখার ভান করে রইলেন বাসের সহযাত্রীরা৷ শেষপর্যন্ত রুখে দাঁড়ালেন ওই মহিলা৷ উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন এক মহিলা৷

[ঋণ মকুবের দাবিতে ফের মুম্বইয়ের রাজপথে ২০ হাজার কৃষক]

Advertisement

মঙ্গলবার দিল্লির কাপাশেদা থেকে বাসে বসন্ত কুঞ্জ এলাকায় যাচ্ছিলেন এক মহিলা৷ কিছুক্ষণ পর ওই বাসে উঠে মহিলাদের সিটের সামনে দাঁড়ায় এক ব্যক্তি৷ ওই মহিলার দাবি, তিনি যে সিটে বসেছিলেন, সেই সিটের সামনে দাঁড়িয়েছিল সে৷ প্রথমে সবকিছু ঠিকঠাক ছিল৷ কিন্তু কিছুক্ষণ পর থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকে ওই ব্যক্তি৷ কিন্তু, ঠিক কী করছে অভিযুক্ত, তা প্রথমে বুঝতে পারেননি ওই মহিলা৷ পরে তিনি খেয়াল করেন, সিটের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছেন ওই ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে চিৎকার করে  প্রতিবাদ জানিয়েছিলেন অভিযোগকারী মহিলা৷ কিন্তু সহযাত্রীরা তাঁর পাশে দাঁড়াননি বলে অভিযোগ৷ শেষপর্যন্ত তিনি নিজেই অভিযুক্তকে বাসে আটকে রেখে পুলিশে খবর দেন৷ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এই ঘটনায় ফের একবার রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ এদিকে বাসের সহযাত্রীদের আচরণে রীতিমতো হতবাক ওই মহিলা৷ তাঁর দাবি, চোখের সামনে এমন ঘটনা ঘটতে দেখেও না দেখার ভান করছিলেন বাসের অন্য যাত্রীরা৷ মজা দেখছিলেন তাঁরা৷

[বিকৃতকামীদের যৌন লালসার শিকার সারমেয়, ক্ষতবিক্ষত যৌনাঙ্গ]

চলতি বছরের মাঝামাঝিতে এমনই একটি ঘটনার সাক্ষী থেকেছে মহানগর কলকাতাও৷ সেবারও দুই কলেজ ছাত্রীদের দেখে চলন্ত বাসে স্বমেহন করে এক ব্যক্তি৷ ওই ছাত্রীরা ঘটনার প্রতিবাদ করলেও তাঁদের সাহায্য করতে কেউ এগিয়ে আসেননি৷ যদিও  পুলিশের তৎপরতায় শাস্তি পায় অভিযুক্ত৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement