সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণ্যার্জনে গিয়ে পাপাচার! স্ত্রীকে মহাকুম্ভে স্নান করাতে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, খুনের পর বাড়ি ফিরে অভিযুক্ত জানায়, ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছেন মহিলা। গোটা ঘটনার তদন্তে নেমে দিল্লির বাসিন্দা ৪৮ বছর বয়সি অভিযুক্ত অশোক কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুরসভার সাফাইকর্মী হিসেবে কর্মরত অশোক কুমার। গত ১৮ ফেব্রুয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে যান তিনি। উদ্দেশ্য ছিল কুম্ভস্নান। প্রয়াগরাজের ঝুসির আজাদনগরে একটি ঘরভাড়া নেন তাঁরা। এরপর ১৯ ফেব্রুয়ারি সেই ঘর থেকে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়েছিল তাঁকে। ওই ঘরের মালিক থানায় অভিযোগ দায়ের করলে শুরু হয় তদন্ত। খতিয়ে দেখা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজ। মৃতের পরিচয় পেতে সংবাদপত্র ও সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হয়।
গত ২১ ফেব্রুয়ারি মায়ের খোঁজে ঝুসি থানায় পৌঁছন অশোক কুমারের দুই পুত্র অশ্বিনী ও আদর্শ। সেখানে মৃত মহিলার ছবি দেখে চিনতে পারেন তাঁরা। এরপরই কোমর বেঁধে তদন্তে নামে পুলিশ। খোঁজ শুরু হয় মৃতের স্বামী অশোকের। মৃতের পরিবারের তরফে পুলিশকে জানানো হয়, অভিযুক্ত অশোক বাড়ি ফিরে পরিবারকে জানিয়েছিল কুম্ভমেলার ভিড়ের তাঁদের মা হারিয়ে গিয়েছেন। ডিসিপি অভিষেক ভারতী জানান, মৃতের পরিবারের বয়ান ও প্রাথমিক তদন্তে স্পষ্ট হয় এই হত্যার পিছনে রয়েছেন অশোক। অভিযুক্তকে গ্রেপ্তার করার করা হলে জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে অশোক।
পূর্ব দিল্লির ত্রিলোকপুরির বাসিন্দা অভিযুক্ত অশোক পুলিশকে আরও জানায়, এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল তার। তাঁকে বিয়ে করতে গত ৩ মাস ধরে স্ত্রী মীনাক্ষীকে খুনের ছক কষছিল সে। তাঁকে খুন করতেই পরিকল্পনামাফিক প্রয়াগরাজে নিয়ে আসা হয়। যদিও শেষরক্ষা হল না হত্যার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ধরা পড়ল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.