Advertisement
Advertisement
Delhi Man Killed

বাড়ির সামনে প্রস্রাব করায় বৃদ্ধকে চড়, পিটিয়ে খুন যুবককে

দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Delhi Man Killed For Slapping Person Who Urinated In Front Of His House

ছবি: প্রতীকী

Published by: Soumya Mukherjee
  • Posted:June 4, 2019 9:05 am
  • Updated:June 4, 2019 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে মূত্রত্যাগ করেছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। বিষয়টি দেখে প্রতিবাদ করেন এক যুবক। এর জেরে বচসা বেঁধে যায় দু’জনের। সেসময় আচমকা বৃদ্ধকে চড় মারে যুবক। বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে যুবককে মারধর শুরু করে ওই বৃদ্ধের দুই ছেলে। তাতেই মৃত্যু হয় যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী এলাকার নেহরু পার্কে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[আরও পড়ুন- বুয়া-ভাতিজার মহাজোটে ইতি, একলা চলার ডাক মায়াবতীর]

এপ্রসঙ্গে দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল জানান, রবিবার রাতে গোবিন্দপুরী এলাকায় লোডশেডিং হয়েছিল। গরমের জেরে নিজের বাড়ির সামনে স্ত্রীকে নিয়ে বসেছিলেন লিলু নামে ওই যুবক। সেসময় মান সিং নামে স্থানীয় এক বৃদ্ধ তাঁর বাড়ির সামনে মূত্রত্যাগ করতে থাকেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি চলার সময় ওই বৃদ্ধকে একটি চড় মারেন লিলু। বিষয়টি দেখতে পেয়ে বৃদ্ধ বাবাকে বাঁচাতে এগিয়ে আসে তাঁর দুই ছেলে।

Advertisement

লিলুর সঙ্গে মারামারি শুরু হয় তাদের। কিছুক্ষণ বাদে রাস্তার পাশে পড়ে থাকা সিমেন্টের চাঙড় তুলে লিলুর মাথায় সজোরে আঘাত করে তারা। এর জেরে অচৈতন্য হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন লিলু। ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে আসেন লিলুর স্ত্রী ও অন্য প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে লিলুকে নিয়ে যাওয়া হয় এইমস-র ট্রমা সেন্টারে। কিন্তু, সেখানে পৌঁছনোর পর লিলুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা।

[আরও পড়ুন- যুবতীকে গণধর্ষণ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দুষ্কৃতীদের]

তিনি আরও বলেন, “আমরা অভিযুক্তদের শনাক্ত করতে পেরেছি। তাদের নামে খুনের মামলাও দায়ের হয়েছে। তবে লিলুর সঙ্গে মারামারিতে তারাও জখম হয়েছে। মৃত লিলুর নামেও অতীতে একাধিক অপরাধ করার অভিযোগ রয়েছে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement