Advertisement
Advertisement

Breaking News

Delhi

ঘাতক গাড়ির ছাদে ছিটকে পড়লেন স্কুটারচালক! তবু ৩ কিমি ছুটল চারচাকা, মৃত্যু যুবকের

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত গাড়ির চালককে।

Delhi Man Dies In Hit-And-Run, Seen Lying On Roof As Car Driven For 3 Km | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:May 3, 2023 1:01 pm
  • Updated:May 3, 2023 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মমতার শহর দিল্লি (Delhi)! ভয়াবহ দুর্ঘটনায় ঘাতক গাড়ির মাথায় ছিটকে পড়েছিলেন স্কুটারচালক যুবক। তারপরেও থামেনি গাড়িটি। আহত যুবক নিয়ে ৩ কিলোমিটার ছোটে ওই চারচাকা। শেষ পর্যন্ত দিল্লির গেটের কাছে ফেলে পালায় গাড়িটি। অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয়েছে যুবকের। গোটা ঘটনা ভিডিও রেকর্ড করেন প্রত্যক্ষদর্শী এক স্কুটারচালক। ঘটনার তদন্ত নেমে অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিল্লির ‘ভিআইপি’ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। যেখানে সাধারণত অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা থাকে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য, কস্তুরবা মার্গ এবং তলস্তয় মার্গের মাঝমাঝি রাস্তায় তীব্র গতিতে আসা একটি গাড়ি একটি স্কুটারে ধাক্কা মারে। স্কুটারে ছিলেন দুই যুবক। উভয়েই কার্যত শূন্যে উড়ে যান। একজন রাস্তার উপরে পড়লেও অন্য জন গিয়ে পড়েন ঘাতক গাড়িটির ছাদে। তখনও জীবিত ছিলেন তিনি। 

Advertisement

[আরও পড়ুন: নির্বাচনের আগে কর্ণাটকে আমগাছে ‘ফলল’ কোটি টাকা! তাজ্জব আয়কর দপ্তর]

ঘটনার প্রত্যক্ষদর্শী মহম্মদ বিলালও জানান, এরপরেও গাড়ি দাঁড় করাননি চালক। ছাদে পড়ে থাকা গুরুতর আহত যুবক নিয়ে প্রায় ৩ কিলোমিটার ছোটে গাড়িটি। বিলালই ঘটনার ভিডিও করেন। তিনি চিৎকার করে গাড়িটিকে থামতে বললেও চালক কর্ণপাত করেনি। দিল্লি গেটের কাছে আহতকে নামিয়ে ফের পালিয়ে যায় সেটি। অতিরিক্ত রক্তপাতে মৃত্যু হয় গাড়ির উপরে ছিটকে পড়া দিপাংশু ভর্মার (৩০)। দুর্ঘটনায় আরেক আহত মুকুল (২০) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

[আরও পড়ুন: র্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন ভারতে! মার্কিন কমিশনের দাবি ওড়াল মোদি সরকার]

প্রত্যক্ষদর্শীর বিবিরণ এবং ভিডিও সূত্রে অভিযুক্ত গাড়িচালক হরনীত সিং চাওলাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সময় গাড়িতে হরনীতের পরিবারও ছিল বলে জানা গিয়েছে। মৃত যুবকের দিদি দাবি, গাড়ির ছাদে জীবিত ছিল দীপাংশু। যখন ছাদ থেকে মাটিতে ফেলা দেওয়া হয় তাঁকে তখনই মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement