Advertisement
Advertisement

Breaking News

প্রকাশ্যে বিদেশিনীর সামনেই হস্তমৈথুন যুবকের, তারপর…

কী কাণ্ড!

Delhi: Man arrested for masturbating in public in front of German woman
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2017 3:29 pm
  • Updated:July 22, 2017 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অতিথি দেব ভব:৷’ সুপারস্টার আমির খান বিজ্ঞাপনে অতিথিকে দেবতার আসনে বসানোর কথা যতবারই বলুন না কেন, সভ্য সমাজে এখনও কিছু মানুষের কানে সেই বার্তা পৌঁছয়নি৷ নিজেদের যৌন ইচ্ছাকে কোনওভাবেই চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখতে পারেন না তাঁরা৷ আর তাঁদের কাণ্ডেই মাথা নত হয় গোটা দেশের৷ যেমনটা হল রাজধানী দিল্লিতে৷ জার্মান এক মহিলার সামনেই হস্তমৈথুন শুরু করে এক যুবক৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাকে৷

[OMG! স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে বাপের বাড়ি চলে গেল মহিলা]

৩৩ বছরের ওই মহিলা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন৷ বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ দক্ষিণ-পূর্ব দিল্লির গ্রেটার কৈলাশ ২-এ নিজের পোষ্য সারমেয়কে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি৷ তখনই দেখেন, বছর ৩২-এর তরুণ নামের এক যুবক তাঁর দিকে অত্যন্ত লালসাপূর্ণ চোখে তাকিয়ে রয়েছে৷ আচমকা চোখে চোখ পড়ে যাওয়ায় দাঁড়িয়ে যান মহিলা৷ ব্যক্তি চোখ সরিয়ে নিলে আবার হাঁটতে শুরু করেন ওই পড়ুয়া। একটা সময় মহিলা তাঁর কাছাকাছি পৌঁছলে অদ্ভুত এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। তিনি দেখেন, ওই মহিলার দিকে তাকিয়ে প্রকাশ্যেই নিজের পাজামা খুলে হস্তমৈথুন করতে শুরু করে৷ ক্ষুব্ধ হয়ে চিৎকার করতে থাকেন মহিলা৷ তবে যুবককে ধরার আগেই গাড়ি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় সে৷ তবে জার্মান মহিলা বুদ্ধি খাটিয়ে গাড়িটির নম্বর প্লেটের ছবি তুলে রাখেন৷ পুলিশে অভিযোগ জানালে ওই ছবি দেখেই যুবককে খুঁজে বের করা হয়৷ শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়৷ সেদিনই তাকে আদালতে তোলা হয়৷ তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত৷

Advertisement

[মহিলার মাথায় ভেঙে পড়ল গাছ, ভিডিও দেখলে শিউরে উঠবেন]

তবে এ ঘটনা নতুন নয়৷ এর আগে মুম্বইয়ে চলন্ত ট্রেনেই বাইশ বছরের এক যুবতীকে লক্ষ্য করে হস্তমৈথুন করে এক যুবক৷ এমনকী ওই মহিলাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়েছিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement