Advertisement
Advertisement
সুষমা স্বরাজ

এক বছরে দিল্লির ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু, মনখারাপ রাজধানীর

মঙ্গলবার রাত ১০.২০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুষমা স্বরাজের৷

Delhi loses three former CM's in less than a year
Published by: Sayani Sen
  • Posted:August 7, 2019 9:24 am
  • Updated:August 7, 2019 9:24 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮-র অক্টোবর থেকে ২০১৯-র আগস্ট৷ ক্যালেন্ডার বলছে এক বছর এখনও কাটেনি৷ তারই মাঝে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি৷ মৃত্যু হল মদনলাল খুরানা, শীলা দীক্ষিত এবং সুষমা স্বরাজের৷ নক্ষত্রপতনে চোখে জল রাজধানীবাসীর৷

শুরুটা হয়েছিল মদনলাল খুরানাকে দিয়ে৷ যিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন। ২০০৪ সালে রাজস্থানের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছিল তাঁকে। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ২০০৩ সাল পর্যন্ত দিল্লির ১১ টি নির্বাচনের মধ্যে ১০ টিতে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৩ সালে দিল্লির বিধানসভা ভোটে পরাজয়ের পর দিল্লি বিজেপির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মদনলাল খুরানা। রাজনীতি থেকে সরে আসার পর প্রায় গৃহবন্দি হয়ে গিয়েছিলেন৷ দিনকয়েক জ্বর এবং বুকের সংক্রমণ নিয়ে ভুগছিলেন খুরানা৷ দীর্ঘ রোগভোগের পর গত বছরের অক্টোবরে মারা গিয়েছিলেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: খুশি হয়েছেন কাশ্মীরের ‘পুনর্জন্মে’, শেষ টুইটে মোদিকে ধন্যবাদ জানিয়ে গেলেন সুষমা]

সেই দুঃখের রেশ কাটতে না কাটতেই আবারও ২০ জুলাই ইন্দ্রপতন৷ একাশি বছর বয়সে মারা যান দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত৷ যিনি ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত একটানা পনেরো বছর ধরে রাজধানীর মুখ্যমন্ত্রী ছিলেন। দিল্লির রূপকার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷ তাঁর মৃত্যুতে চোখের কোণ ভিজেছিল রাজধানীবাসীর৷

শীলা দীক্ষিতেক মৃত্যুর প্রায় সপ্তাহদুয়েকের মধ্যেই আবার নক্ষত্রপতন৷ ৩৭০ ধারা বাতিলে কাশ্মীরের ‘পুনর্জন্ম’ নিয়ে যখন মেতে গোটা দেশ তখনই চলে গেলেন দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুষমা স্বরাজ৷ ৩৭০ ধারা বাতিলে খুশি হয়েছিলেন৷ জীবনে এই দিনটি দেখার অপেক্ষাতেই ছিলেন বলে টুইটও করেছিলেন৷ ‘পুনর্জন্মে’র আনন্দ ম্লান হল মৃত্যুতে৷ পরিজন থেকে সহকর্মী সকলকে বিদায় জানিয়ে আচমকাই চিরঘুমের দেশে পাড়ি দিলেন সুষমা স্বরাজ৷ ভুগছিলেন কিডনির সমস্যায়৷ অস্ত্রোপচার করিয়ে কিডনি বদল করেছিলেন তিনি৷ তবে তাতেও আপনজনের মাঝে তাঁকে রাখা হল কই? সমস্ত বাধা ছিন্ন করলেন সুষমা৷ মঙ্গলবার রাত ১০.২০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ একাধারে সংসারে আবার অন্যদিকে আদর্শ রাজনীতিক হিসাবে তিনি এক কথায় তুলনাহীন৷ জীবনের শুরুর দিকে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন৷ যদিও সেই সময়ের ব্যবধান বড় কম৷ ১৯৯৮ সালে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে রাজধানীর দায়িত্ব সামলান সুষমা৷

[আরও পড়ুন: ভারতীয় রাজনীতিতে ইন্দ্রপতন, প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ]

বছরখানেকের মধ্যে তিনজন মুখ্যমন্ত্রীকে হারাল দিল্লি৷ প্রশাসনিক অভিভাবকদের মৃত্যুতে মনখারাপ রাজধানীর৷ দুঃখে চোখে জল দিল্লিবাসীর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement