Advertisement
Advertisement

Breaking News

Sunita Kejriwal

‘দিল্লির রাবড়ি দেবী’, সুনীতাকে কটাক্ষ করে রাজধানীতে পোস্টার বিজেপির

কেজরিওয়ালের বাড়িকে দুর্নীতির 'শিষ মহল' কটাক্ষ করে পোস্টার বিজেপির।

Delhi ki Rabri Devi, BJP target APP with Sunita Kejriwal poster

দিল্লিতে আপকে কটাক্ষ করে পোস্টার বিজেপির।

Published by: Amit Kumar Das
  • Posted:April 28, 2024 1:32 pm
  • Updated:April 28, 2024 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী জেলবন্দি হওয়ায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে স্ত্রী, এ ছবি আগেই দেখেছে দেশ। ফের কী সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? জেলবন্দি অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) স্ত্রী সুনীতাকে (Sunita Kejriwal) কটাক্ষ করে তেমনই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে এবার পোস্টারে পড়ল রাজধানী দিল্লিতে (Delhi)। যেখানে লেখা ‘দিল্লির রাবড়ি দেবী সুনীতা কেজরিওয়াল’। জানা যাচ্ছে, বিজেপির (BJP) তরফেই দেওয়া হয়েছে এমন পোস্টার।

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে তিহাড় জেলে বন্দি। তাঁর গ্রেপ্তারি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তুলে সরব হয়েছে আপ (AAP)। এতদিন রাজনীতির আঙিনায় পা না রাখলেও স্বামীর গ্রেপ্তারির বিরোধিতায় মাঠে নেমে পড়েছেন কেজরির স্ত্রী সুনীতা। ইন্ডিয়া জোটের সভায় প্রতিনিধিত্ব করার পাশাপাশি আপ প্রার্থীর হয়ে প্রচারেও দেখা যাচ্ছে তাঁকে। কেজরির অনুপস্থিতিতে দল ও সরকার দুইই সুনীতা চালাতে পারেন বলে গুঞ্জন ছিলই। সেই সম্ভাবনাকে তুলে ধরে অতীতে বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সঙ্গে তুলনা টেনে পূর্ব দিল্লিতে পোস্টার দেওয়া হল বিজেপির তরফে।

Advertisement

বিজেপির তরফে দেওয়া পোস্টারে লেখা হয়েছে, ‘দিল্লির রাবড়ি দেবী শ্রীমতী সুনীতা কেজরিওয়াল।’ গেরুয়া রঙের এই পোস্টারে দেখা যাচ্ছে হাত জোড় করে থাকা সুনীতার ছবি। পাশাপাশি আরও একটি পোস্টার পড়েছে দিল্লি সিভিল লাইন্সে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির পাশেও। যেখানে লেখা, ‘শিষ মহল- দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর বাসভবন’। পোস্টারে আবার তীর চিহ্ন দিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে পথ নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পূর্বে মুখ্যমন্ত্রীর বাসভবনের সৌন্দর্যকরণে ৪৫ কোটি টাকা খরচের ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনকে ‘শিষ মহল’ আখ্যা দিয়েছিল বিজেপি। যদিও এই পোস্টার প্রসঙ্গে আপের দাবি, আসলে সুনীতা দেবীর জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে বিজেপি। গোটা দেশ বুঝতে পারছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি রাজনৈতিক স্বার্থে। এখন নিজেদের ‘অপকর্ম’ দেশবাসীর চোখে স্পষ্ট হয়ে যেতেই ব্যক্তিগত পর্যায়ে কেজরিওয়াল পরিবারের চরিত্র হননে নেমেছে বিজেপি।

[আরও পড়ুন: ‘ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে’, ভোটপ্রচারে ফের ‘মেরুকরণ’ অস্ত্র মোদির]

প্রসঙ্গত, পশুখাদ্য দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর ১৯৯৭ সালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন লালু। ওই বছরের ২৫ জুলাই বিহারের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন রাবড়ি দেবী। ২০০৫ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। একজন গৃহবধূ এবং রাজনীতিতে কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকা রাবড়ি দেবীর মুখ্যমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত সেই সময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অভিযোগ ওঠে, ক্ষমতা নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতেই এই পদক্ষেপ নিয়েছিলেন লালু। অভিযোগ ওঠে, রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী হলেও বকলমে জেল থেকে সরকার চালাতেন লালু প্রসাদই। অতীতের সেই উদাহরণ তুলে ধরে এবার সুনীতা কেজরিওয়ালকে আক্রমণে নামল বিজেপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement