সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানালেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে তাঁর বার্তা, মুসলিম অধ্যুষিত দেশ হলেও সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকা উচিত নয় বাংলাদেশে।
আওয়ামি লিগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সংখ্যালঘুদের হত্যা, বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি। তিনি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন। তাঁর কথায়, “আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনুস সংখ্যালঘু হিন্দুদের উপরে হওয়া অবর্ণনীয় অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ করবেন। আন্তর্জাতিক মহলে নিজের সুনাম বজায় রাখবেন।”
সৈয়দ আরও মনে করিয়ে দেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সংখ্যালঘুদের প্রতি অবিচার করার বার্তা দেয় না ইসলাম। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, সেই প্রসঙ্গের উল্লেখ করে সৈয়দ বলেন, “হিন্দুদের উপর একপাক্ষিকভাবে যে অত্যাচার, অবিচার চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হলেও এমন ঘটনা মেনে নেওয়া যায় না।” ভারত যেভাবে দীর্ঘদিন বাংলাদেশের পাশে থেকেছে, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন জামা মসজিদের ইমাম।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। সম্প্রতি সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর থেকে সেদেশে আরও বেড়েছে হিন্দুবিদ্বেষ। চিন্ময়ের আইনজীবীদের মারধর করা হয়েছে। হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে দায়ের হয়েছে ভুয়ো মামলা। তার মধ্যেই প্রতিবেশী দেশে এইভাবে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে জোর সওয়াল করলেন দিল্লি জামা মসজিদের শাহি ইমাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.