সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়া কাণ্ডের পর সারা দেশের কাছে মুখ পুড়েছিল দিল্লি পুলিশের৷ প্রশ্ন উঠে গিয়েছিল বাহিনীর পেশাদারিত্ব নিয়ে৷ কিন্তু এবার আর বাহিনীর মুখে চুনকালি মাখতে দিলেন না দিল্লি পুলিশের কতিপয় আধিকারিক-কর্মী৷ পুলিশ তৎপরতায় রোখা গেল নির্ভয়া কাণ্ডের পুনারাবৃত্তি৷ রীতিমত হলিউডি স্টাইলে গাড়ি নিয়ে ধাওয়া করে অপহৃতা তরুণীকে উদ্ধার করলেন পুলিশকর্মী৷ শুক্রবার ঘটনাটি ঘটে উত্তর দিল্লির গীতাঘাট৷
কী হয়েছিল?
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় গীতাঘাট এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিল নির্যাতিতা তরুণী এবং তার ভাই৷ ওয়াজিরাবাদে নিজেদের বাড়িতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিল দু’জনে৷ আচমকাই তাদের সামনে এসে থামে একটি স্যান্ট্রো গাড়ি৷ গাড়ির চালক দু’জনকে একটি ঠিকানা জিজ্ঞাসা করে, সাহায্যের পর দুই ভাই-বোনকে তাদের বাড়িতে পৌঁছে দিতে রাজি হয় গাড়ির চালক এবং আরোহীরা৷ কিছু দূর যাওয়ার পর ওই তরুণীর ভাইকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেয় অভিযুক্তরা৷ তার আগে তার মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা৷ বছর ঊনিশের ওই তরুণীকে গাড়িতে নিয়েই চম্পট দেয় অভিযুক্তরা৷ ওই তরুণীর ভাই কাছেই দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের কাছে গিয়ে সাহায্য চান৷ পুলিশকর্মীদের তৎপরতায় বেশিদূরে অপহৃতা তরুণীকে নিয়ে যেতে পারেনি অভিযুক্তরা৷ গাড়ি নিয়ে স্যান্ট্রো গাড়ির পিছনে ধাওয়া করেন পুলিশকর্মীরা৷ অন্য টহলদারী দলগুলিকেও অপহরণের ঘটনা সম্পর্কে জানিয়ে দেন দিল্লি পুলিশের ওই কর্মীরা৷ ৬ কিলোমিটার দূরে গাড়িটিকে দাঁড় করানো হয়, উদ্ধার হন ওই তরুণী৷ গাড়ির তিন আরোহী শচীন চৌধুরি (৩২), শিবকুমার (৩২) এবং সৌরভ (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, শারীরিক নিগ্রহ এবং চুরির মামলা দায়ের করেছে পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.