Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

এবার মানহানির মামলায় চাপে মহুয়া, বহিষ্কৃত সাংসদের জবাব তলব দিল্লি হাই কোর্টের

প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রেই মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন।

Delhi High Court seeks reply from Mahua Moitra over defamation Case
Published by: Subhajit Mandal
  • Posted:March 21, 2024 11:34 am
  • Updated:March 21, 2024 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানহানির মামলায় তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রর জবাব তলব করল দিল্লি হাই কোর্ট। মহুয়ার প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রেই মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সেই প্রেক্ষিতেই আদালত মহুয়াকে (Mahua Moitra) ১ এপ্রিলের মধ্যে জবাব দিতে বলেছে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৮ এপ্রিল।

[আরও পড়ুন: জোটে কংগ্রেসকে প্রাধান্য বামেদের, বৃহস্পতিবারই একপেশেভাবে প্রার্থী ঘোষণার পথে ISF]

বিভিন্ন সংবাদমাধ্যম এবং সোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন মহুয়া। তাতে তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ জানিয়ে আদালতে মানহানির মামলা করেছিলেন দেহাদ্রেই। প্রসঙ্গত, মহুয়া তাঁর সাংসদ পোর্টালের আইডি, পাসওয়ার্ড যে ব্যবসায়ী হিরানন্দানিকে দিয়েছেন, এই অভিযোগ তুলেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দ্বারস্থ হয়েছিলেন দেহাদ্রেই। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীকালে সাংসদ পদ খারিজ হয়েছে মহুয়ার।

Advertisement

দেহাদ্রের অভিযোগ, অভিযোগ প্রকাশ্যে আনতেই মহুয়া তাঁকে নানাভাবে আক্রমণ করেছেন। তাতে তাঁর মানহানি হয়েছে। দিল্লি হাই কোর্টে বেশ কিছুদিন ধরে মামলার শুনানি চলছে। এবার দিল্লি হাই কোর্ট (Delhi High Court) জয় অনন্ত দেহাদ্রেইয়ের অভিযোগের ভিত্তিতে মহুয়ার জবাব চাইল।

[আরও পড়ুন: একতরফা প্রার্থী ঘোষণা কেন? সিপিএমকে বিঁধে হাইকম্যান্ডের হস্তক্ষেপ দাবি ৪ কংগ্রেস জেলা সভাপতির]

এমনিতেই টাকার বদলে প্রশ্ন মামলায় বেশ চাপে আছেন মহুয়া। দিন দুই আগেই বহিষ্কৃত সাংসদের বিরুদ্ধে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছেন লোকপাল। নিশিকান্তর অভিযোগ ছিল, জাতীয় সুরক্ষা বন্ধক রেখে দুর্নীতি করেছেন মহুয়া। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। সেই অভিযোগকে কার্যত মান্যতা দিয়ে লোকপাল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার মানহানির মামলাতেও চাপে পড়লেন তৃণমূল নেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement