Advertisement
Advertisement
Kejriwal

‘আগে কেজরির বিরুদ্ধে প্রমাণ দিন’, আবগারি দুর্নীতিতে দিল্লি হাই কোর্টের প্রশ্নের মুখে ইডি

রক্ষাকবচ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Delhi High Court seeks evidence against Kejriwal from ED

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 21, 2024 2:45 pm
  • Updated:March 21, 2024 2:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বিরুদ্ধে কি আদৌ প্রমাণ আছে ইডির কাছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই প্রশ্ন ছুড়ে দিল দিল্লি হাই কোর্ট। আদালতের নির্দেশ, যদি কোনও প্রমাণ থাকে তাহলে সেগুলো পেশ করতে হবে। প্রসঙ্গত, আবগারি মামলায় ৯ বার ইডি তলব এড়িয়ে যাওয়ার পরে দিল্লি হাই কোর্টে (Delhi High Court) রক্ষাকবচ চেয়ে আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

দিল্লির আবগারি দুর্নীতিতে গত বছরের নভেম্বর থেকে শুরু করে মোট নবার তলব করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। প্রতিবারই তিনি এড়িয়ে গিয়েছেন। শেষবার তিনি ভারচুয়ালি হাজিরা দিতে চেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ইডি (ED) আধিকারিকরা। অন্যদিকে, আপ বারবার দাবি করেছে বেআইনিভাবে কেজরিকে সমন পাঠাচ্ছে ইডি। সেই জন্যই হাজিরা এড়িয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। লাগাতার ইডি তলবের পরে রক্ষাকবচ চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদনও করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিশৃঙ্খলা হতে পারে, ভোটের মুখে নির্বাচন কমিশনার নিয়োগে স্থগিতাদেশে নারাজ সুপ্রিম কোর্ট]

কেজরির আবেদনের শুনানি চলাকালীনই ইডিকে প্রশ্ন করেন বিচারপতিরা। শুনানির সময়ে ইডি দাবি করেছিল, কেজরিওয়ালের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে। সেই কথার প্রেক্ষিতেই দিল্লি হাই কোর্টের প্রশ্ন, “আপনারা কেজরিওয়ালের কাছে তো কোনও তথ্য প্রকাশ করেননি। তাহলে আদালতকে জানতে হবে, দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে।” কেজরির বিরুদ্ধে ইডির কাছে কী প্রমাণ রয়েছে সেগুলো পেশ করতেও আদালত নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে একাধিক মামলায় ইডির নজরে রয়েছেন কেজরি। আবগারি দুর্নীতি ও দিল্লি জল বোর্ডের দুর্নীতি- দুই ক্ষেত্রেই আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। দুই মামলাতেই জেরা করতে চেয়ে আপ সুপ্রিমোকে চলতি সপ্তাহে তলব করে ইডি। জল বোর্ড মামলায় সোমবার সশরীরে হাজিরা দিতে বলা হয় কেজরিকে। কিন্তু সেই তলব এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার আবগারি দুর্নীতিতে তলব করা হলেও হাজিরা দেননি। কিন্তু রক্ষাকবচ চেয়ে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: মাত্র ৪০ টাকা নিয়ে ঝগড়া, খদ্দেরের মারে প্রাণ গেল ওড়িশার দোকানদারের!

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement