Advertisement
Advertisement

Breaking News

দেশের জন্য যিনি প্রাণ দেন তিনিই ‘শহিদ’: দিল্লি হাই কোর্ট

এর জন্য আলাদা কোনও শংসাপত্রের প্রয়োজন নেই, অভিমত ডিভিশন বেঞ্চের৷

Delhi HC says anyone who dies for the country is a Martyr
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 19, 2016 7:45 pm
  • Updated:October 19, 2016 7:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জন্য যিনি প্রাণ দেন তিনিই শহিদ৷ এর জন্য সরকারের কোনও শংসাপত্রের প্রয়োজন নেই৷ এক জনস্বার্থ মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করল দিল্লি হাইকোর্টের ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও ভি কামেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ৷

জনস্বার্থ এই মামলায় দাবি করা হয়েছি ভারতীয় সেনাবাহিনীর বায়ুসেনা, স্থলবাহিনী ও নৌবাহিনীর মতোই শহিদের তকমা দেওয়া হোক সেই সমস্ত আধাসেনা ও পুলিশ কর্মীদেরও, যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন৷ এর পরিপ্রেক্ষিতেই দুই বিচারপতি বলেন, সেনার তিন বিভাগের কোন নিয়মাবলিতে ‘শহিদ’ শব্দটির উল্লেখ নেই৷

Advertisement

এমনকী প্রতিরক্ষা মন্ত্রকের কোনও আদেশ-নির্দেশেও এই শব্দের উচ্চারণ নেই৷ নেই স্বরাষ্ট্রমন্ত্রকের কোনও নির্দেশিকাতেও৷ দেশের জন্য এবং সমাজের বৃহত্তর স্বার্থের জন্য যাঁরা প্রাণ দেন, তাঁরাই আসল ‘শহিদ’৷ এর জন্য সরকার কোনও অন্য প্রতিষ্ঠানের লিখিত শংসাপত্রের প্রয়োজন নেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement