সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাজ্যপালের বাসভবনে ধরনা ইস্যুতে দিল্লি হাই কোর্টের তোপের মুখে কেজরিওয়াল৷ কারও বাড়ি বা অফিসে ঢুকে আন্দোলনকে কখনও ধরনা বলে না, জানালেন বিচারক৷ এদিকে, একটানা অনশনে অসুস্থ উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷
দিল্লি প্রশাসনের চারজন আইএএস অফিসার অঘোষিত ধর্মঘট পালন করছে, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে৷ এই দাবিতে গত সোমবার থেকে উপরাজ্যপালের বাসভবনে ধরনা কর্মসূচি শুরু করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া ও মন্ত্রী গোপাল রাই৷ নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ রবিবারই অস্বীকার করে আইএএস অফিসার সংগঠন৷ তাতে মুখ পুড়েছিল আপের৷ প্রতিবাদে মান্ডি হাউস থেকে প্রধানমন্ত্রী বাসভবন পর্যন্ত মিছিলও করে আম আদমি পার্টি৷ যদিও দিল্লি পুলিশের দাবি অনুমতি ছাড়াই মিছিল করেন কেজরিওয়াল ও তাঁর সমর্থকরা৷
সোমবার নতুন সমস্যা৷ ধরনা কর্মসূচির বিরোধিতায় সোমবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা৷ সেই মামলার পর্যবেক্ষণে হাই কোর্টের তোপের মুখে আপ৷ কার অনুমতিতে কেজরিওয়াল উপ-রাজ্যপালের বাসভবনে ধরনায় বসলেন, তা নিয়ে প্রশ্ন করেন বিচারক৷ এই আন্দোলনকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেন তিনি৷ আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি৷
এদিকে, একটানা ধরনায় সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া৷ হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে৷ সিসোদিয়ার আগে রবিবারই অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ প্রায় চার কেজি ওজন কমে গিয়েছে তাঁর৷ শরীরে বেড়ে গিয়েছে কিটোনের পরিমাণও৷ মাথা-সহ সারা শরীরে যন্ত্রণা হচ্ছে মন্ত্রীর৷ শ্বাস নিতে এমনকী মূত্রত্যাগেও সমস্যা হচ্ছে জৈনের৷ এরপরই এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ মন্ত্রীর চিকিৎসায় তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে৷ আপাতত স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা৷
নানা টালবাহানার পরেও সোমবার ধরনা কর্মসূচি জারি রেখেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর সঙ্গে রয়েছেন মন্ত্রী গোপাল রাই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.