ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মুখ্যমন্ত্রী পদ কেড়ে নেওয়ার আবেদন খারিজ করল দিল্লি হাই কোর্ট। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, দেশের স্বার্থকেই প্রাধান্য দেওয়া উচিত। গণতন্ত্র নিজের পথে হাঁটবে। উল্লেখ্য, জেলবন্দি কেজরিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়ে একাধিক মামলা দায়ের হয়েছে বেশ কয়েকটি আদালতে।
Delhi High Court refuses to entertain another PIL seeking direction to remove Arvind Kejriwal from the post of Delhi Chief Minister. During the arguments, Delhi HC made oral observations stating that at times, personal interest has to be subordinate to national interest.
— ANI (@ANI) April 4, 2024
বিষ্ণু গুপ্তা নামে এক সমাজকর্মীর দায়ের করা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। কিন্তু শোনার আগেই মামলাটি খারিজ করে দেন দিল্লি হাই কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন। সাফ জানিয়ে দেন, এই জনস্বার্থ মামলা শুনবে না আদালত। তবে হাই কোর্টের পর্যবেক্ষণ, কখনও কখনও জাতীয় স্বার্থের কাছে ব্যক্তিগত স্বার্থকে মাথা নিচু করতে হয়। আদালতে মামলা খারিজ হওয়ার পরে আবেদনকারী জানান, এবার কেজরির বিরোধিতা করে দিল্লির উপরাজ্যপালের দ্বারস্থ হবেন তিনি।
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীকে ১৫ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারির বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হয়েছেন আপ সুপ্রিমো। বুধবার এই মামলায় দীর্ঘ শুনানি হয়েছে আদালতে। ইডির (ED) সাফ দাবি, আবগারি মামলার সঙ্গে সরাসরি কেজরির যোগ রয়েছে। দুপক্ষের শুনানির পর রায়দান স্থগিত রেখেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রায় দেবে দিল্লি হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.