Advertisement
Advertisement

Breaking News

উমর-অনির্বাণের শাস্তিতে স্থগিতাদেশ দিল্লি হাই কোর্টের

সাময়িক হলেও কিছুটা স্বস্তি লাভ হল উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যর৷ জেএনইউ কর্তৃপক্ষের শাস্তির বিরুদ্ধে স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট৷

Delhi HC puts on hold JNU action against Umar Khalid, Anirban Bhattacharya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 31, 2016 3:31 pm
  • Updated:August 6, 2021 5:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক হলেও কিছুটা স্বস্তি লাভ হল উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যর৷ জেএনইউ কর্তৃপক্ষের শাস্তির বিরুদ্ধে স্থগিতাদেশ দিল দিল্লি হাই কোর্ট৷ শাস্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অ্যাপিলেট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন উমর-অনির্বাণ৷ সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি মনমোহন৷

ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ ক্যাম্পাসে ‘দেশদ্রোহী’ স্লোগান দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শাস্তির মুখে পড়তে হয় দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানহাইয়া কুমার, উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যকে৷ উমরকে এক সেমেস্টারের জন্য বরখাস্ত ও ২০ হাজার টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়৷ অনির্বাণকে জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত বরখাস্ত করা হয় এবং তারপর ২৩ তারিখের মধ্যে থিসিস শেষ করার নির্দেশ দেওয়া হয়৷ যার পরে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয় চত্বরের তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়৷

Advertisement

শাস্তির প্রতিবাদে টানা অনশন শুরু করেন কানহাইয়া, উমর, অনির্বাণরা৷ কিন্তু ১০ দিন পর তা তুলে নেন৷ প্রসঙ্গত, মে মাসের ১৩ তারিখ কানহাইয়া কুমারের শাস্তির উপরেও স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাই কোর্ট৷ এবারে স্বস্তি পেলেন উমর ও অনির্বাণও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement