ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহিত তরুণীর সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান এক যুবক। তাঁর প্রতিশ্রুতি পেয়েই বিবাহবিচ্ছেদ করেন তরুণী। কিন্ত এর পরেই ঘটে উলটো ঘটনা। বিয়ের ইচ্ছে উবে যায় যুবকের। তরুণীকে বিয়ে করবেন না জানান তিনি। ‘প্রতিশ্রুতিভঙ্গে’র ঘটনায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)।
ঘটনার সূত্রপাত এক দশকেরও আগে। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্ক ছিলেন যুগল। ২০১১ সালে সম্পর্ক ভাঙে। দুজনের অন্যত্র বিয়ে হয়ে যায়। যদিও পরে যুবকের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে তরুণীর বৈবাহিক জীবনও ভালো হয়নি। তিনিও স্বামীসঙ্গ ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। এর পরের ঘটনা ২০১৬ সালের। সোশাল মিডিয়ায় নতুন করে যোগাযোগ হয় যুগলের। এর মধ্যে তরুণী এক সন্তানের মা হয়েছেন। পাশাপশই প্রাক্তন প্রেমিকের সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে ফেরেন। প্রেমিকাও তরুণী স্বামীর সঙ্গে দেখা করে ডিভোর্স চান। প্রেমিকাকেই বিয়ে করতে চান তিনি।
যুগলের সঙ্গে আলোচনার পর তরুণীকে বিচ্ছেদ দেন স্বামী। কিন্তু ঘটনায় নাটকীয় মোড় আসে। তরুণীকে বিয়ের বিষয়ে না করেন যুবক। এভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে আদালতে যান তরুণী। যদিও নিম্ন আদালত আবেদন খারিজ করে। এর পরই হাই কোর্টের দ্বারস্থ হন তরুণী। দাবি করেন, যুবক না করার পর তিনি বিয়ের বিষয়ে জোর করলে প্রাণনাশের হুমকি পান। এই অভিযোগের ভিত্তিতেই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করার নির্দেশ দেন বিচারপতি।
আদালত জানায়, বিয়ে করবেন এই প্রতিশ্রুতিতেই স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন তরুণী। একই নিশ্চয়তার পেয়ে শারীরিক সম্পর্কে স্থাপন করেছিলেন। অতএব, এক্ষেত্রে প্রতিশ্রুতিভঙ্গ হয়েছে। সেই কারণেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.