Advertisement
Advertisement
Salman Rushdie

রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বই আমদানির উপর থেকে উঠল ৩৬ বছরের নিষেধাজ্ঞা!

১৯৮৮ সালে রাজীব গান্ধী সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছিল।

Delhi HC dismisses case over alleged ban on Salman Rushdie’s 'The Satanic Verses'
Published by: Biswadip Dey
  • Posted:November 7, 2024 11:34 pm
  • Updated:November 7, 2024 11:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় সাড়ে তিন দশক আগের কথা। ১৯৮৮ সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন সলমন রুশদির লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি বিদেশ থেকে আমদানির উপরে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। অবশেষে দিল্লি হাই কোর্ট নির্দেশ দিল ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের।

গত শতকের আটের দশকের শেষদিকে সলমন রুশদির ওই বইটি ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেই সময় এই নির্দেশ জারি করেছিল রাজীব গান্ধী সরকার। কিন্তু ২০১৯ সালে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন সন্দীপন খান নামের এক ব্যক্তি। সেই মামলারই এদিন শুনানি ছিল বিচারপতি রেখা পল্লি ও বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। আদালত জানায়, অনেক খুঁজেও শুল্ক আইন, ১৯৬২ অনুযায়ী জারি করা এই নিষেধাজ্ঞার কোনও নথি খুঁজে পায়নি বলে জানিয়েছে ‘সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস’। অন্য কোনও সংশ্লিষ্ট সংস্থাও এর খোঁজ দিতে পারেনি।

Advertisement

এই পরিস্থিতিতে এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ”উদ্ভূত পরিস্থিতিতে আমাদের পক্ষে এটা মেনে নেওয়া ছাড়া কোনও উপায়ই নেই যে এই ধরনের কোনও নথির অস্তিত্ব ছিল না। আর তার ফলে আমরা এর বৈধতাও পরীক্ষা করতে পারছি না।” প্রসঙ্গত, মামলাকারী সন্দীপন খান আদালতে জানিয়েছিলেন, যেহেতু ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর উপরে নিষেধাজ্ঞা ছিল, তাই তিনি বিদেশ থেকে বইটি আনতে পারছেন না। এদিন মামলাকারী ব্যক্তিকে বইটি দেশে আনার অনুমতি দিয়েছে হাই কোর্ট। এর ফলে বইটির উপরে আরোপিত দীর্ঘ ৩৬ বছরের নিষেধাজ্ঞা উঠল।

প্রসঙ্গত, এই উপন্যাসটি বিশ্ববিশ্রুত সাহিত্যিক রুশদির পঞ্চম উপন্যাস। প্রকাশিত হয় ১৯৮৮ সালে। আর শুরু থেকেই বইটি ঘিরে বিতর্কের সূত্রপাত। ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি ইরানের সু্প্রিম লিডার আয়াতোল্লা খোমেইনি জারি করেন রুশদির মৃত্যু-ফতোয়া। এর পর প্রায় একদশক অন্তরালেই ছিলেন সাহিত্যিক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement