Advertisement
Advertisement
Delhi Government

৩ মৃত্যু থেকে শিক্ষা, দিল্লির কোচিং সেন্টারে রাশ টানতে নয়া আইনের পথে আপ সরকার!

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কোচিং সেন্টারে রাশ টানতে আইন আনার ঘোষণা দিল্লির মন্ত্রী অতিশীর।

Delhi Government To Introduce New Law To Regulate Coaching Centres
Published by: Amit Kumar Das
  • Posted:July 31, 2024 10:53 am
  • Updated:July 31, 2024 11:17 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙের ছাতার মতো ইতি উতি গজিয়ে উঠেছে রাশি রাশি কোচিং। রমরমিয়ে চলছে ব্যবসা। আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে এমনই কোচিং সেন্টারের বলি হয়েছেন ৩ পড়ুয়া। এহেন কোচিং সেন্টারে রাশ টানতে এবার আইন আনতে চলেছে দিল্লির আপ সরকার। বুধবার এমনটাই জানালেন দিল্লির মন্ত্রী অতিশী।

রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে গোটা দিল্লি (Delhi)। ঠিক কী হয়েছিল? পশ্চিম দিল্লির রাজেন্দ্র নগরে ‘রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টার’। সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন। বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের লাইব্রেরি। সেখানেই পড়াশোনা করছিলেন কয়েকজন। দমকল সূত্রে জানানো হয়েছে, আচমকাই বেসমেন্টে জল ঢুকতে শুরু করলে জলমগ্ন হয়ে পড়েন পড়ুয়ারা। কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষপর্যন্ত জলে ডুবে মারা যান তিন পড়ুয়া।

Advertisement

[আরও পড়ুন: তেহরানে খতম হামাস প্রধান ইসমাইল! পিছনে কি ইজরায়েল? ঘনাচ্ছে রহস্য]

এই ঘটনায় সংসদেও শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে দেখা যায় বিরোধীদের। প্রশ্নের মুখে পড়ে দিল্লির আপ সরকারও। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই বুধবার দিল্লির মন্ত্রী অতিশী জানান, কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোচিং সেন্টারগুলিতে রাশ টানতে আমরা কড়া আইন আনার সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি সরকারের প্রতিনিধি ও পড়ুয়াদের সমন্নয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। তাঁদের পরামর্শের ভিত্তিতে কোচিং সেন্টারে রাশ টানতে কড়া আইন আনবে দিল্লি সরকার।

তবে আইনের পাশাপাশি মর্মান্তিক সেই ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে বসে প্রশাসন। বেআইনিভাবে বেসমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি বেসমেন্ট। কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরের পাশাপাশি মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি ভিডিওতে দেখা সেই ‘থর’ গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়। যিনি জোরে গাড়ি চালিয়ে যাওয়ায় ঢেউয়ের তোড়ে ভেঙে যায় বেসমেন্টের গেট। নিকাশি ব্যবস্থা ঠিক করতে বুলডোজার চালিয়ে ফাঁকা করা হয় ফুটপাতও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement