সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের ঘটনায় সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ টাকার অভাবে কাজ হারাচ্ছেন বহু মানুষ৷ দৈনন্দিন জীবনযাপনেও নোট বাতিলের গুরুতর প্রভাব পড়ছে৷ দরিদ্ররা খাবার জোগাড় করতে পারছেন না৷ আর তাই তাদের সহায়তায় এগিয়ে এল আম আদমির সরকার৷ দরিদ্র মানুষকে তিন বেলা খাবার পৌঁছে দিতে লঙ্গরের ব্যবস্থা করা হল দিল্লি সরকারের পক্ষ থেকে৷ রাজধানীর দশ জায়গায় মিলছে এই পরিষেবা৷ গবির মানুষকে তিন বেলা খাবার পৌঁছে দিতেই এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷
নোট বাতিলের পর টাকার সমস্যায় জেরবার মানুষ৷ ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে থাকলেও মিলছে না টাকা৷ আর তাই ব্যাঙ্কের লাইনে না দাঁড়িয়ে লঙ্গরখানার বাইরেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ৷ শুধু দরিদ্র মানুষেরাই নন, লঙ্গরের বাইরে ভিড় করছেন কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ জানাচ্ছেন, নগদ টাকার অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা৷ কোথাও চেকের মাধ্যমে টাকা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা৷ আর নগদ টাকা ফুরিয়ে যাওয়ার কারণেই খাবারের জন্য লঙ্গরের বাইরে ভিড় জমাচ্ছেন ছাত্র-ছাত্রীরা৷
नोटबंदी के शिकार गरीब लोगों को भुखमरी से बचाने के लिए दिल्ली सरकार ने आज से 10 जगह लंगर शुरू किए हैं। 1/N pic.twitter.com/7GlMfXMos2
— Manish Sisodia (@msisodia) December 12, 2016
दिल्ली सरकार के लंगरों का मकसद ऐसे लोगों को तीनों वक्त खाना उपलब्ध कराना है जिनका चूल्हा नोटबंदी की वजह से बंद हो गया है। 3/N pic.twitter.com/oPRloxKWqg
— Manish Sisodia (@msisodia) December 12, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.