Advertisement
Advertisement

Breaking News

Delhi

দিল্লির বাতাসে বিষ, ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ আপ সরকারের

এমনটাই জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়।

Delhi government orders 50% of its employees to work from home
Published by: Amit Kumar Das
  • Posted:November 20, 2024 10:13 am
  • Updated:November 20, 2024 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাস চেম্বারে পরিণত হয়েছে দিল্লি। বাতাসের গুণগত মান (একিউআই)-এর সূচক ‘অতি ভয়ানক’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। গুরুতর এই পরিস্থিতিতে এবার পদক্ষেপ নিল দিল্লি সরকার। দিল্লির সরকারি দপ্তরে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে আপ সরকার। বাকি ৫০ শতাংশ কর্মী অফিসে আসবেন। এমনটাই জানিয়েছেন, দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রায়।

এদিকে মঙ্গলবারের তুলনায় দূষণের প্রভাব সামান্য কমলেও দিল্লির হাল যথেষ্ট উদ্বেগজনক। গতকাল দিল্লির বাতাসের একিউআই ৫০০ ছাড়িয়ে গিয়েছিল। বুধবার সকাল ৬টা নাগাদ একিউআই ৪৫০ দেখা গিয়েছে। সবচেয়ে দূষিত এলাকা হিসেবে নাম উঠেছে মুন্ডকার (৪৬৪)। পাশাপাশি বরিজপুর ও আলিপুরে একিউআই ৪৬২ রেকর্ড করা হয়েছে। দূষণের জেরে ধোঁয়াশায় ছেয়ে গিয়েছে গোটা দিল্লি। দৃশ্যমানতা দাঁড়িয়েছে ১৫০ মিটার। পরিস্থিতি এতটাই খারাপ আকার নিয়েছে যে ৭৯টি বিমানের দেরিতে আকাশে ওড়ে। ৬টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে। দেরিতে চলছে ট্রেন।

Advertisement

এই অবস্থায় দূষণ প্রতিরোধে যা যা করা সম্ভব তা করার চেষ্টা করছে সরকার। দ্বাদশ শ্রেনি পর্যন্ত পর্যন্ত স্কুল বন্ধ করা হয়েছে। ডিজেল চালিত বাহনে নিষেধাজ্ঞা জারি হয়েছে। অবশ্য তাতেও বিশেষ সুবিধা হয়নি। এই অবস্থায় সমস্ত সরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হল। তবে এই নীতি শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য লাগু হয়েছে বেসরকারি ক্ষেত্রে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি সরকার। যদিও দিল্লির ৫৭৫টি বেসরকারি সংস্থা তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ জারি করেছে ইতিমধ্যেই।

পরিস্থিতি এতই খারাপ আকার নিয়েছে যে মঙ্গলবার শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে ডিজিটালি মামলার সুনানি করার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, যেখানে সম্ভব আদালতের শুনানি ভার্চুয়াল করা হোক। আইনজীবীরাও ভার্চুয়ালি তাঁদের বক্তব্য পেশ করতে পারেন। আসলে দূষণের ভয়াবহতাকে গুরুত্ব দিয়ে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল-সহ একাধিক আইনজীবী শীর্ষ আদালতের কাছে এই আবেদন জানান। এছাড়া আদালতের সমস্ত কর্মীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement