Advertisement
Advertisement
Delhi

এক চড়ে নাবালিকাকে ছাদ থেকে নিচে ফেলে দিলেন প্রোমোটার, চাঞ্চল্যকর ভিডিওয় শিউরে উঠছে নেটদুনিয়া

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রোমোটার।

Delhi girl fall down from building after builder slaps her
Published by: Subhankar Patra
  • Posted:July 27, 2024 8:25 pm
  • Updated:July 27, 2024 9:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাদের একাংশ ভাঙা। কাজ চলছে বোঝা যাচ্ছে। সেই খোলা ছাদে নাবালিকার সঙ্গে বচসায় জড়িয়েছেন এক যুবক। কথা কাটাকাটির মাঝে হঠাৎ নাবালিকাকে চড় মারেন যুবক। তার জেরে একতলার ছাদ থেকে সোজা মাটিতে পড়ে যায় সে। নিচে ভিড় করে থাকা স্থানীয়রা কেউই তাঁকে সাহায্যও করছেন না! এমনই শিউরে ওঠার মতো ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযুক্ত যুবককে এখনও গ্রেপ্তার করা যায়নি। 

[আরও পড়ুন: দেগঙ্গায় সেনাকর্মীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় উপপ্রধানের ছেলে]

অমানবিক ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) কিরারি এলাকায়। জানা গিয়েছে, সম্পত্তি বিবাদ নিয়ে স্থানীয় এক প্রোমোটারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নাবালিকা। তর্কাতর্কি শুনে ভিড় জমে যায় এলাকায়। শ্রমিকরাও ছুটে আসেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর অভিযুক্ত প্রোমোটার চড় মারেন নাবালিকাকে। সজোরে চড়ের জেরে খোলা ছাদ থেকে সোজা রাস্তায় এসে পড়ে সে।

Advertisement

হাতে, কোমর ও মাথায় চোট লাগে। যন্ত্রণায় চিৎকার করতে থাকে নাবালিকা। তবে উদ্ধার করতে আশেপাশের কেউ আসেনি। কিছুক্ষণ পরে নাবালিকার এক আত্মীয় এসে তাকে উদ্ধার করে। গুরুতর আহত ওই নাবালিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ওই প্রোমোটারের বিরুদ্ধে আমন বিহার থানায় অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রোমোটার পলাতক।

[আরও পড়ুন: প্রধান শিক্ষকই পিওন! মালদহে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পড়াচ্ছে অষ্টমের শিক্ষার্থীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement