সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল চলছে। এমন সময় স্কুল সংলগ্ন ‘ইনল্যান্ড কন্টেনার ডিপো’ থেকে গ্যাস লিক করে। আর তাতেই অসুস্থ হয়ে পড়ল প্রায় ১১০ জন পড়ুয়া। শনিবার সকালে দিল্লির তুঘলকাবাদের রানি ঝাঁসি সর্বদয়া কন্যা বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার ফলে গোটা এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কন্টেনার থেকে গ্যাস খালি করার সময়ই লিক করে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান৷
#FLASH: Total of 110 students from Tughlakabad’s Rani Jhansi Sarvodaya Kanya Vidyalaya hospitalized after gas leakage near the school pic.twitter.com/wZ9LxPhb8t
— ANI (@ANI_news) May 6, 2017
এদিন সকালে স্কুল থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার ফোন পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স। অসুস্থ পড়ুয়াদের পার্শ্ববর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এরপর গোটা স্কুল খালি করে দেওয়া হয়। এর পাশাপাশি এদিনের মতো স্কুলের পঠন-পাঠন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে ওই ড্রামটি থেকে গ্যাস লিক করেছে সেটা এখনও জানা যায়নি। ইতিমধ্যে আরও যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন, সেকারণে এলাকাটি খালি করতেও বলা হয়েছে।
More than 50 students of Rani Jhansi Sarvodaya Kanya Vidyalaya in Delhi’s Tughlakabad hospitalized after gas leakage near the school. pic.twitter.com/uYdwxylY9k
— ANI (@ANI_news) May 6, 2017
Delhi: More than 50 students of Rani Jhansi School in Tughlakabad admitted to 3 nearby hospitals due to gas leakage near the school. pic.twitter.com/gPVLAGCzeY
— ANI (@ANI_news) May 6, 2017
এই ঘটনার প্রসঙ্গে স্কুলের সহকারী অধ্যক্ষা জানান, ‘গ্যাস লিকের কারণেই কয়েকজন পড়ুয়া চোখে এবং গলায় জ্বালা করছে বলে অভিযোগ করে। এখনও অবধি ৫০ থেকে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Some students complained of irritation in eyes & throat due to gas leak; 50-60 students hospitalized: Vice Principal #Delhi pic.twitter.com/ocPnzTah3E
— ANI (@ANI_news) May 6, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.