Advertisement
Advertisement

Breaking News

দিল্লিতে স্কুলের পাশে গ্যাস লিক, অসুস্থ শতাধিক পড়ুয়া

ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

Delhi Gas leak: Over 100 students hospitalised
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 6, 2017 4:02 am
  • Updated:May 6, 2017 7:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল চলছে। এমন সময় স্কুল সংলগ্ন ‘ইনল্যান্ড কন্টেনার ডিপো’ থেকে গ্যাস লিক করে। আর তাতেই অসুস্থ হয়ে পড়ল প্রায় ১১০ জন পড়ুয়া। শনিবার সকালে দিল্লির তুঘলকাবাদের রানি ঝাঁসি সর্বদয়া কন্যা বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার ফলে গোটা এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। কন্টেনার থেকে গ্যাস খালি করার সময়ই লিক করে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান৷

[ভাঙল চিনের চক্রব্যূহ, মহাকাশে পাড়ি দিল ‘সাউথ এশিয়া স্যাটেলাইট’]

এদিন সকালে স্কুল থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার ফোন পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্স। অসুস্থ পড়ুয়াদের পার্শ্ববর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের শারীরিক অবস্থা স্থিতিশীল। এরপর গোটা স্কুল খালি করে দেওয়া হয়। এর পাশাপাশি এদিনের মতো স্কুলের পঠন-পাঠন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে ওই ড্রামটি থেকে গ্যাস লিক করেছে সেটা এখনও জানা যায়নি। ইতিমধ্যে আরও যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন, সেকারণে এলাকাটি খালি করতেও বলা হয়েছে।

এই ঘটনার প্রসঙ্গে স্কুলের সহকারী অধ্যক্ষা জানান, ‘গ্যাস লিকের কারণেই কয়েকজন পড়ুয়া চোখে এবং গলায় জ্বালা করছে বলে অভিযোগ করে। এখনও অবধি ৫০ থেকে ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement