ছবি- সংগৃহীত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হই হই করে সপরিবারে মহাকুম্ভে গিয়েছিলেন। কিন্তু পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার আগেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দিল্লির দম্পতির। প্রাণ হারিয়েছে তাঁদের ছোট দুই সন্তানও। দুর্ঘটনার জেরে ওই দম্পতির গাড়ির পুরোটাই দুমড়ে মুচড়ে গিয়েছে।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে ফতেহবাদের কাছে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে। সেই সময় গাড়িতে ছিলেন ওমপ্রকাশ সিংহ (৪২), স্ত্রী পূর্ণিমা (৩৪) ও তাঁদের দুই সন্তান অহনা (১২) আর বিনায়ক (৪)। গাড়িটি নিজেই চালাচ্ছিলেন ওমপ্রকাশ। পুলিশ সূত্রে খবর, তিনি আদতে বিহারের বাসিন্দা। পেশায় দিল্লি হাই কোর্টের আইনজীবী ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে থাকতেন দিল্লির উত্তমনগরে। রবিবার তাঁরা সকলে যান মহাকুম্ভ মেলায়। সোমবার গঙ্গায় স্নান করেন। তারপর প্রয়াগরাজ থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? এনিয়ে আগরার অতিরিক্ত পুলিশ কমিশনার অমরদীপ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির গতি অনেক বেশি ছিল। রাত হওয়ায় গাড়ি চালাতে চালাতেই ঝিমুনি এসেছিল ওমপ্রকাশের। ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর গাড়িটি সজোরে একটি ডিভাইডার ধাক্কা খেয়ে শূন্যে উঠে যায়। আছড়ে পড়ে পাশের লেনে। সেই সময় উলটো দিক থেকে একটি দ্রুত গতির ট্রাক ছুটে আসছিল। সেটিই পিষে দিয়ে চলে যায় গাড়িটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে এসে দেহগুলো উদ্ধার করে পুলিশ। তদন্ত চলছে এই ঘটনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.